হোয়াটসঅ্যাপে চালু নতুন ‘চ্যাট লক ফিচার’, কী কী সুবিধা জেনে নিন

হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ ইউজারদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন ফিচার চালু করেছে

আপনি কি জানেন যে হোয়াটসঅ্যাপে এমন একটা ফিচার আছে যার সাহায্যে আপনি পুরো অ্যাপটাই লক করে দিতে পারবেন। লক করার জন্য প্রয়োজন হবে পাসওয়ার্ডের। কিন্তু আপনি যদি চান একটি বা নির্দিষ্ট কোনো চ্যাট লক করতে, সেক্ষেত্রে কী করবেন?

হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ ইউজারদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন ফিচার চালু করেছে – চ্যাট লক ফিচার (WhatsApp Chat Lock Feature)। মেটা অধিকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন যে এই ফিচার-এর সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউসারদের প্রাইভেসি আরো বেশি সুরক্ষিত থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End-to-End Encryption) পদ্ধতির মাধ্যমে।

   

হোয়াটসঅ্যাপ চ্যাট লক কীভাবে কাজ করবে?

১। আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়িটসঅ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড করতে হবে।
২। হোয়াটসঅ্যাপ খুলে সেই চ্যাট বেছে নিতে হবে যেটা আপনি লক করতে চাইছেন।
৩। এরপর, ওই চ্যাটের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
৪। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (Disappearing Message) মেনুর ডানদিকে নীচে নতুন অপশন ‘চ্যাট লক’ – এ ট্যাপ করুন।
৫। চ্যাট লক ফিচার অন হলে এরপর ফোনে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে ‘অথেনটিকেট’ করতে হবে।

নতুন ফিচারের অন করলে ওই চ্যাটে থাকা সব মেসেজ লক হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি চ্যাট আনলক করছেন, মেসেজ দেখা যাবেনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন