Aadhaar-PAN: সাইবার ক্যাফে নয়, বাড়িতেই বিনামূল্যে করুন আধার প্যান লিঙ্ক, জানুন উপায়

Aadhaar-PAN

এখনও আধার-প্যান (Aadhaar-PAN) লিঙ্ক করানো হয়নি? ভাবছেন খুব ঝক্কির কাজ। না, তা কিন্তু একেবারেই নয় বরং খুব সহজেই হবে এই কাজ। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগামী ৩১শে মার্চের মধ্যে যদি আধার প্যান লিঙ্ক করানো না হয় তাহলে বন্ধ হয়ে যাবে সমস্ত রকম আর্থিক লেনদেন। বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু তাই নয়, ভেস্তে যেতে পারে প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ। পাশাপাশি ৩১শে মার্চের পরে লাগতে পারে টাকাও, যা বর্তমানে হচ্ছে সম্পূর্ণ ফ্রীতে।

কিন্তু এত কিছুর পরেও মানুষ অনলাইনের ঝামেলা সামলাতে নারাজ। কারণ সাইবার ক্যাফে গেলেই টাকার পাশাপাশি সময় সাপেক্ষ বিষয়। আবার বাড়িতে ল্যাপটপ কিংবা ইন্টারনেট পরিষেবা থাকেলও অনেকেই অনলাইনে কাজ করতে তেমন ভাবে সামর্থ নন। তাই অনেকেই পিছিয়ে আসছেন আধার প্যান লিঙ্ক থেকে, ভাবছেন পরে হয়তো সবই ঠিক হয়ে যাবে।

   

না সেটা হওয়ার নয়, আপনাকে করাতেই হবে লিঙ্ক। তাহলে আর দেরি না করে জেনে নিন সহজ উপায়। প্রথমে আপনার ফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে UDIPIN তারপরে সেখানে স্পেস দিয়ে লিখতে হবে আধার নম্বর এবং প্যান নম্বর। তারপরে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। ব্যস, কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে মেসেজ আসবে কনফার্মেশন। তাহলেই বুঝবেন আপনার আধার প্যান লিঙ্ক সফল গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন