পুজোয় Lava-র চমক, অফারে মাত্র ৫৩৯৯ টাকায় কিনুন স্মার্টফোন

ফেস্টিভ সিজনকে আরও রঙিন করতে লাভা (Lava) নিয়ে এসেছে একের পর এক আকর্ষণীয় ডিল। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫-এ পাওয়া যাচ্ছে লাভার জনপ্রিয় স্মার্টফোনগুলিতে দারুণ…

Lava Smartphone Available at Just ₹5,399

ফেস্টিভ সিজনকে আরও রঙিন করতে লাভা (Lava) নিয়ে এসেছে একের পর এক আকর্ষণীয় ডিল। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫-এ পাওয়া যাচ্ছে লাভার জনপ্রিয় স্মার্টফোনগুলিতে দারুণ ছাড়। প্রাইম ইউজারদের জন্য সেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এখানে লভ্য ডিভাইসগুলিতে থাকছে বিশেষ ব্যাঙ্ক ডিসকাউন্ট ও কুপন অফার। সবচেয়ে বড় চমক হল, মাত্র ৫৩৯৯ টাকায় নতুন লাভা ফোন কেনার সুযোগ। চলুন দেখে নেওয়া যাক লাভার এই অফারে কোন কোন মডেলে কী সুবিধা পাওয়া যাচ্ছে।

Lava Agni 3

   

লাভার ফ্ল্যাগশিপ ফোন অ্যাগ্নি ৩ পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে – ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। সেলে এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র ₹১৪,৭৪৯ আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ₹১৮,৭৪৯ টাকায়। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, যা সমর্থন করে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। বিশেষ আকর্ষণ হল পিছনের দিকে দেওয়া ১.৭৪ ইঞ্চির মিনি ডিসপ্লে, যা ফোনের ডিজাইনকে আরও প্রিমিয়াম করে তোলে। শক্তিশালী ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর-এর সঙ্গে আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। পাওয়ারের জন্য থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও দ্রুত চার্জিংয়ের জন্য ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Lava Bold N1

কম বাজেটের ব্যবহারকারীদের জন্য লঞ্চ হয়েছে লাভা বোল্ড N1। ফেস্টিভ অফারে মাত্র ₹৫৩৯৯ টাকায় এটি পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। এই ফোনে আছে ৬.৭৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করবে। ফটোগ্রাফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই দামে এমন ফিচার সত্যিই গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা।

Lava Storm Lite 5G

Advertisements

যারা কম দামে 5G ফোন খুঁজছেন, তাদের জন্য রয়েছে লাভা স্টর্ম লাইট 5G। এতে পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম, সাথে সর্বোচ্চ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি চালিত হচ্ছে শক্তিশালী ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর-এ। অফারে এর দাম নেমে এসেছে মাত্র ₹৭১৯৯ টাকায়, যেখানে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও কুপন অফারও যুক্ত হচ্ছে। ফোনটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং ও স্ক্রলিং অভিজ্ঞতাকে মসৃণ করে তুলবে। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা।

Lava Blaze Dragon

নতুন সংযোজন লাভা ব্লেজ ড্রাগন। ফেস্টিভ অফারে এর দাম ₹৭৯৯৯। ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে এবং শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘসময় ব্যবহার নিশ্চিত করে। ফোনের ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, যেখানে এআই ফিচার সহ ফটোগ্রাফি করা যায়। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ফোনটিকে হাই পারফরম্যান্সের ক্ষমতা দেয়।

প্রসঙ্গত, লাভা (Lava) সবসময়ই ভারতীয় গ্রাহকদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিন্তু ফিচার সমৃদ্ধ ফোন বাজারে আনে। এবারের ফেস্টিভ সিজনে দেওয়া এই অফারগুলো নিঃসন্দেহে ক্রেতাদের আকর্ষণ করবে। কম বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ পর্যন্ত—সব সেগমেন্টের ব্যবহারকারীদের জন্য রয়েছে একাধিক অপশন। তাই নতুন ফোন কেনার জন্য এটি হতে পারে একদম সঠিক সময়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News