এলো ভারতের সবচেয়ে সস্তা Lava Bold N1 5G, মাত্র 6,749 টাকায় True 5G স্মার্টফোন

ভারতীয় কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড (Lava International Limited) বাজারে নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন Lava Bold N1 5G। সংস্থা দাবি করছে, এটি ভারতের সবচেয়ে সস্তা…

Lava Bold N1 5G Launched

ভারতীয় কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড (Lava International Limited) বাজারে নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন Lava Bold N1 5G। সংস্থা দাবি করছে, এটি ভারতের সবচেয়ে সস্তা True 5G স্মার্টফোন, যা Jio, Airtel, Vi এবং BSNL সহ সব অপারেটরের 5G নেটওয়ার্কে কাজ করবে। আকর্ষণের বিষয়, অফারের পর এর দাম মাত্র ৬,৭৪৯ টাকায় দাঁড়িয়েছে, যা এন্ট্রি-লেভেল সেগমেন্টে ঝড় তুলবে বলে আশা করা যায়।

Lava Bold N1 5G: ডিসপ্লে ও ডিজাইন

Lava Bold N1 5G-তে দেওয়া হয়েছে 6.75-ইঞ্চি HD+ ডিসপ্লে, যার সঙ্গে আছে 90Hz রিফ্রেশ রেট। ফোনটির ডিজাইনও বেশ স্লিক এবং এর থিকনেস মাত্র 8.2 মিমি। এটি IP54 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স সহ আসে, ফলে দৈনন্দিন ব্যবহারে ফোনটি আরও টেকসই হবে। বাজারে ফোনটি পাওয়া যাবে দুটি কালারে—শ্যাম্পেন গোল্ড এবং রয়্যাল ব্লু।

   

ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং

ফোনটিতে রয়েছে 13MP AI ডুয়েল রিয়ার ক্যামেরা, যার সঙ্গে দেওয়া হয়েছে পোর্ট্রেট, নাইট, প্রো এবং স্লো মোশন মোড। সবচেয়ে চমকপ্রদ দিক হল, এত কম দামের ফোন হয়েও এটি 4K ভিডিও রেকর্ডিং 30fps-এ সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে স্ক্রিন ফ্ল্যাশের সুবিধা।

Bold N1 5G চালিত হচ্ছে UNISOC T765 অক্টা-কোর 6nm প্রসেসর দ্বারা। এতে রয়েছে 4GB RAM এবং অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM, ফলে মোট 8GB পর্যন্ত স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে মিলবে 64GB ও 128GB, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটিতে থাকছে 5000mAh ব্যাটারি, যা টাইপ-সি চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই ব্যাটারি 30 ঘণ্টা টকটাইম এবং 10 ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক দিতে সক্ষম। সফটওয়্যার হিসেবে ফোনটি চলছে অ্যান্ড্রয়েড 15-এ, যেখানে থাকবে ক্লিন ও ব্লোটওয়্যার-ফ্রি অভিজ্ঞতা। এর সঙ্গে থাকছে এক বছরের অ্যান্ড্রয়েড OS আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা।

Advertisements

GST 2.0-এর প্রভাবে কি ভারতের বাজারে iPhone 17 Series-এর দাম বাড়বে?

ফোনটি সব 5G ব্যান্ড সাপোর্ট করে এবং ডুয়াল সিম (5G+5G) স্ট্যান্ডবাই ফিচার সহ আসে। এতে কোনো নেটওয়ার্ক লক নেই, ফলে সব অপারেটরের সিম ব্যবহার করা যাবে। গ্রাহকদের জন্য Lava দিচ্ছে ফ্রি সার্ভিস-অ্যাট-হোম সুবিধাও।

দাম ও অফার

Lava Bold N1 5G-এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে 7,499 টাকা রাখা হয়েছে। তবে ব্যাংক অফারের পর এই দাম নেমে আসবে মাত্র 6,749 টাকায়। অন্যদিকে, 4GB RAM + 128GB ভ্যারিয়েন্টের দাম 7,999 টাকা, যা অফারের পর পাওয়া যাবে 7,249 টাকায়। ফোনটি অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালের আর্লি ডিলস-এ কেনা যাবে।