Lava Agni2 5g লঞ্চ করতে চলেছে সংস্থা, জানুন দুর্দান্ত ফিচার

Lava Agni2 5G: Unveiling the Exciting Features of the Upcoming Launch

ভারতীয় স্মার্টফোনের বাজারে বেশ কয়েক বছর ধরে Lava তাদের নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে তবে সেই অর্থে সাফল্য পাইনি এই সংস্থা। কারণ Lava র থেকে অন্যান্য দেশী এবং বিদেশি সংস্থা একের পর এক বাজেট সেগমেন্ট ফোন এনে ভারতীয় বাজার দখল করে রয়েছে তার সাথে রয়েছে দুর্দান্ত সমস্ত ফিচার।

আর সেই দিক থেকে বলতে গেলে অনেকটাই পিছিয়ে Lava, তবে এবার ও নতুন করে ভারতীয় বাজার দখল করার চেষ্টা করছে Lava । ঠিক সেই কারণে ভারতীয় বাজারে তারা লঞ্চ করেছে Lava Agni 2 5g। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এটি বাজেট সেগমেন্টের একটি ফোন অর্থাৎ যার দাম হবে মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

   

আপাতত দুটি ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে যার মধ্যে একটি হলো 6gb Ram এবং 128 gb internal storage অন্যদিকে রয়েছে 8gb Ram এবং 256gb internal storage। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে যে অনেকটাই এগিয়ে থাকবে Lava র স্মার্টফোন সেটা বলার অপেক্ষা রাখে না। দুটি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 23,999 টাকা।

সাথে অবশ্য থাকছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং একই সাথে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৬.৭ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনের সাথে সংস্থা দিচ্ছে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি। বর্তমানে দেশের বেশিরভাগ স্মার্টফোন নির্মাণকারী সংস্থা 5g স্মার্টফোন নিয়ে এসেছে তাই এবার সেই দিক থেকে আবারো এগিয়ে গেল Lava ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন