Electricity Bills: বিদ্যুতের বিল বাঁচিয়ে সহজ পদ্ধতিতে বর্ষায় চালান এসি

Efficient Tips to Run AC

Electricity Bills with These Tips: বর্ষাকাল হলেও দক্ষিণবঙ্গে আপাতত সেইভাবে বৃষ্টি দেখা মেলেনি এখনও পর্যন্ত। অন্যদিকে কিছু কিছু জেলায় বৃষ্টি হলেও রয়েছে আদ্রতা, যার ফলে অস্বস্তি এখনো থেকেই গিয়েছে। আর এই অসস্তি থেকে বাঁচতে সাধারন মানুষ ভরসা করছেন এয়ার কন্ডিশনারের ওপর।

অনেকেই মনে করেন এয়ার কন্ডিশনার শুধুমাত্র গরমকালে চালানো হয়। তবে এয়ারকন্ডিশনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মোড। যার ফলে আপনি বছরের বিভিন্ন ঋতুতে এয়ারকন্ডিশনের ব্যবহার করতে পারেন। বর্তমানে প্রায় সমস্ত এসির মধ্যেই রয়েছে ড্রাই মোড।

   

এই মোডে এয়ার কন্ডিশনার আপনার ঘর ঠান্ডা করবে। তবে এসির আউটডোর ইউনিট অর্থাৎ কম্প্রেসার খুব একটা বিদ্যুৎ খরচ করবে না। সাধারণত বর্ষাকালে এসি চালালে ঘরের মধ্যে একটু স্যাঁতস্যাতে আবহাওয়া তৈরি হয়। তবে আপনার এসি যদি ড্রাই মোডে চালানো থাকে তাহলে এই আবহাওয়া তৈরি হবে না কোনভাবেই।

ড্রাই মোডে এয়ারকন্ডিশনার ঘরের ভেতরে আবহাওয়াকে শুষ্ক করে তোলে এবং বাইরে থেকে অপেক্ষাকৃত শীতল করে তোলে। একই সাথে এই মোডে এসির ফ্যান খুব আস্তে চলতে থাকে। ফলে খুব একটা ঠান্ডা হওয়ার কোন সম্ভাবনা থাকে না। বরং ঘরের মধ্যে বেশ মনোরম আবহাওয়া তৈরি হয়। একই সাথে যেহেতু কম্প্রেসার বারবার অফ অন হয় না সেক্ষেত্রে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন