এই 3 ‘দুর্ধর্ষ’ রিচার্জ প্ল্যান দিয়ে বাজিমাত করছে Jio, মিলছে আনলিমিটেড 5G ডেটা, আরও কত কী

দেশের মধ্যে বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে রিলায়েন্স জিও-র (Reliance Jio) রয়েছে সবচেয়ে বড় গ্রাহকের পরিবার। দেশীয় ক্রেতাদের ইন্টারনেট ব্যবহারে অধিক আনন্দ দেওয়ার লক্ষ্যে বেশ…

Jio-5G-Plan

দেশের মধ্যে বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে রিলায়েন্স জিও-র (Reliance Jio) রয়েছে সবচেয়ে বড় গ্রাহকের পরিবার। দেশীয় ক্রেতাদের ইন্টারনেট ব্যবহারে অধিক আনন্দ দেওয়ার লক্ষ্যে বেশ কয়েকটি আনলিমিটেড 5G প্ল্যান অফার করে জিও (Jio)। যদি নূন্যতম মূল্যে আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা পেতে চান, তাহলে এই উল্লেখযোগ্য তিনটি রিচার্জ প্ল্যান অবশ্যই দেখুন। ৫০০ টাকার কম খরচ করেই পাবেন হাই-স্পিড ইন্টারনেট। চলুন দেখে নেওয়া যাক।

Jio-র ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান

   

সবচেয়ে সস্তায় জিও-র আনলিমিটেড 5G ইন্টারনেট প্ল্যান মাত্র ৩৪৯ টাকা থেকে শুরু হচ্ছে। ইউজাররা এতে প্রতিদিন ২জিবি করে ডেটা পাবেন। এছাড়া রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এর সাথে জিও-র কয়েকটি অ্যাপের পরিষেবা পাওয়া যাবে।

Jio-র ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও-র (Jio) ৩৯৯ টাকার প্ল্যানে জিও-র ব্যবহারকারীরা ২৮ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পাবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর সঙ্গে রয়েছে JioTV, JioCloud ও JioCinema অ্যাপের সুবিধা। 

Jio-র ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান

৪৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ৩জিবি করে ডেটা পাবেন। এতেও রয়েছে  যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। আবার JioTV, JioCloud ও JioCinema অ্যাপের সুবিধা উপভোগ করা যাবে। 

স্বাধীনতা দিবসে Ola-র উপহার, সস্তার দামে লঞ্চ হল সংস্থার প্রথম ইলেকটিক বাইক

প্রসঙ্গত, সেই সকল ক্রেতারাই আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা পাবেন, যাদের স্মার্টফোনটি 5G প্রযুক্তির। আবার দেখতে হবে, সেখানে জিও 5G পরিষেবা প্রদান করে কী না। উপরিউক্ত রিচার্জ প্ল্যানগুলি ছাড়া, জিও-র আরও 5G বুস্টার প্ল্যান রয়েছে। সেগুলিতেও আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়।