ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে Reliance Jio-র সর্বাধিক ইউজার রয়েছে। এবার কোম্পানি তাদের প্রিপেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার যেখানে নির্দিষ্ট কিছু প্ল্যান রিচার্জ করলে একেবারে ফ্রি-তেই পাওয়া যাবে জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Netflix এবং Amazon Prime-এর সাবস্ক্রিপশন। ফলে বিনোদনের দুনিয়ায় আরও একধাপ এগিয়ে গেল জিও।
Amazon Prime Lite ফ্রি-তে দিচ্ছে Jio
১,০২৯ টাকার প্রিপেড প্ল্যানটি বর্তমানে একমাত্র অফার যা গ্রাহকদের ৮৪ দিনের জন্য Amazon Prime Lite সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে দিচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুযোগ থাকছে। এই প্ল্যান বেছে নিলে গ্রাহকরা সহজেই Prime Video-তে সিনেমা, সিরিজ এবং আরও অনেক কিছু উপভোগ করতে পারবেন।
১,২৯৯ টাকার প্ল্যানে Netflix Mobile সাবস্ক্রিপশন
যারা Netflix ব্যবহার করতে চান, তাদের জন্য জিও (Jio) নিয়ে এসেছে ১,২৯৯ টাকার প্ল্যান। ৮৪ দিনের ভ্যালিডিটিসহ এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে মিলছে Netflix Mobile সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনে গ্রাহকরা স্মার্টফোন বা ট্যাবলেটে যেকোনও সময় কনটেন্ট স্ট্রিম করতে পারবেন।
১,৭৯৯ টাকার প্ল্যান
প্রিমিয়াম অভিজ্ঞতা চাইলে গ্রাহকরা নিতে পারেন ১,৭৯৯ টাকার প্রিপেড প্ল্যান। এখানেও ভ্যালিডিটি ৮৪ দিন এবং প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হলো এতে গ্রাহকরা পাচ্ছেন Netflix Basic সাবস্ক্রিপশন, যা মোবাইল, ট্যাবলেট ছাড়াও স্মার্ট টিভি ও ল্যাপটপে ব্যবহার করা যাবে।
শুধু Netflix বা Amazon Prime-ই নয়, গ্রাহকরা এই প্ল্যানগুলির সঙ্গে পাচ্ছেন JioHotstar Mobile/TV-এর ৯০ দিনের ফ্রি অ্যাক্সেস। পাশাপাশি যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধাও রয়েছে, যা স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও নিরবচ্ছিন্ন করে তুলবে।
২৭,৪৯৯ টাকা সস্তা হল Brixton Crossfire 500 XC, প্রিমিয়াম বাইক কেনার এখনই সুবর্ণ সুযোগ
Reliance Jio স্পষ্টতই শুধু টেলিকম পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের অভিজ্ঞতা গড়ে তুলতে চাইছে। Netflix এবং Amazon Prime-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম এখন একেবারে ফ্রি-তেই পাওয়া যাচ্ছে নির্দিষ্ট প্রিপেড প্ল্যানের সঙ্গে, যা গ্রাহকদের জন্য এক নিঃসন্দেহে বড় উপহার।