Jio-র দারুণ অফার! মাত্র ৯ টাকায় ৬০ দিন উপভোগ করুন JioSaavn Pro

ফেস্টিভ সিজনকে সামনে রেখে টেলিকম জায়ান্ট জিও (Jio) তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার। এবার মাত্র ৯ টাকা খরচ করে পুরো ৬০ দিন…

Jio Offer Get JioSaavn Pro for 60 Days at Just ₹9

ফেস্টিভ সিজনকে সামনে রেখে টেলিকম জায়ান্ট জিও (Jio) তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার। এবার মাত্র ৯ টাকা খরচ করে পুরো ৬০ দিন উপভোগ করা যাবে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম JioSaavn Pro। সাধারণত যেখানে JioSaavn Pro–এর সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ৯৯ টাকা, সেখানে এই বিশেষ অফার গ্রাহকদের দিচ্ছে অত্যন্ত কম দামে প্রিমিয়াম অভিজ্ঞতা।

অফারে কী কী সুবিধা

এই অফারের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন বিজ্ঞাপনবিহীন গান শোনার সুযোগ, অর্থাৎ কোনো গান চলাকালীন বিরক্তিকর বিজ্ঞাপন আসবে না। এছাড়া অফলাইনে শোনার জন্য গান ডাউনলোড করার সুবিধাও থাকছে। উচ্চমানের ৩২০ কেবিপিএস এইচডি অডিও কোয়ালিটি ব্যবহারকারীদের দেবে একেবারে পরিষ্কার ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। এর সঙ্গে থাকছে কিউরেটেড প্লেলিস্ট, যেখানে আলাদা আলাদা মুড ও জঁরের ভিত্তিতে সাজানো গান উপভোগ করা যাবে। ব্যবহারকারীরা চাইলে আনলিমিটেড স্কিপস ব্যবহার করে গান পরিবর্তনও করতে পারবেন।

   

কীভাবে অ্যাক্টিভেট করবেন JioSaavn Pro

এই অফার অ্যাক্টিভেট করা একেবারেই সহজ। প্রথমেই ব্যবহারকারীদের MyJio অ্যাপ ডাউনলোড বা ওপেন করতে হবে। তারপর জিও নম্বর দিয়ে লগইন করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট কনফার্ম করতে হবে। এরপর অ্যাপের ‘JioEngage’ বা ‘Jio Offers’ সেকশন–এ গেলে অফারটি দেখা যাবে। সেখান থেকে ‘Claim Now’ বা ‘Activate Offer’ বাটনে ক্লিক করলেই অফার অ্যাক্টিভেট হয়ে যাবে। অফার চালু হওয়ার পর Play Store বা App Store থেকে JioSaavn অ্যাপ ডাউনলোড করে সেই একই জিও নম্বর দিয়ে লগইন করতে হবে। তখন থেকেই ব্যবহারকারীরা পাবেন JioSaavn Pro–এর সব প্রিমিয়াম সুবিধা।

আজ iPhone 17 সিরিজ আসছে, জানুন কীভাবে দেখবেন লাইভ লঞ্চ

Advertisements

কিছু শর্ত প্রযোজ্য

এটি সীমিত সময়ের অফার এবং কেবলমাত্র জিও ব্যবহারকারীরাই এর সুবিধা নিতে পারবেন। অফার ক্লেম করার পর একই জিও নম্বর দিয়ে MyJio এবং JioSaavn— দুই অ্যাপেই লগইন করতে হবে। নাহলে প্রো ফিচারগুলো উপভোগ করা যাবে না।

JioSaavn Pro কেবল গান শোনার মাধ্যমই নয়, বরং মিউজিকপ্রেমীদের জন্য একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা। বিজ্ঞাপনমুক্ত গান, অফলাইন মোড, উচ্চমানের সাউন্ড, কিউরেটেড প্লেলিস্ট আর নতুন গানের এক্সক্লুসিভ এক্সেস— সব মিলিয়ে মাত্র ৯ টাকায় এটি নিঃসন্দেহে এক অনন্য অফার। যারা সঙ্গীতকে নিজের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন, তাদের জন্য এটি হবে দারুণ সুযোগ।