200 দিনের ভ্যালিডিটি সহ Jio-র নতুন প্ল্যান, মিলবে 500জিবি ডেটা ও ফ্রি হটস্টার-জিও টিভি

রিলায়েন্স জিও (Jio) সবসময়ই তাদের ব্যবহারকারীদের জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে। যারা দীর্ঘ মেয়াদি প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এবার জিও নিয়ে…

Free JioHotstar in Jio Plans

রিলায়েন্স জিও (Jio) সবসময়ই তাদের ব্যবহারকারীদের জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে। যারা দীর্ঘ মেয়াদি প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এবার জিও নিয়ে এসেছে এক দারুণ অফার। মাত্র ₹2025 টাকায় পাওয়া যাবে এই প্ল্যান, যার ভ্যালিডিটি 200 দিন। শুধু তাই নয়, এর সঙ্গে থাকছে মোট 500জিবি ডেটা, জিও হটস্টার, জিও টিভি এবং আরও নানা সুবিধা।

Jio-র ₹2025 টাকার প্ল্যানের বিস্তারিত

এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে 2.5জিবি ডেটা পাবেন, যা মিলিয়ে মোট 500জিবি হয়ে যায়। যারা 5G ব্যবহার উপযোগী ডিভাইস ব্যবহার করেন, তারা এর সঙ্গে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন। এ ছাড়াও প্ল্যানে থাকছে প্রতিদিন 100টি ফ্রি এসএমএস এবং দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা।

   

বিনোদনের জন্য এই প্ল্যানে মিলবে 90 দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন, সঙ্গে জিও (Jio) টিভি-র ফ্রি অ্যাক্সেস। যারা অনলাইন কনটেন্ট পছন্দ করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ একটি অফার। এছাড়াও গ্রাহকরা পাবেন জিও এআই ক্লাউডে 50জিবি ফ্রি স্টোরেজ, যা ডেটা ব্যাকআপ বা ফাইল সেভ করার জন্য বেশ কার্যকর।

অতিরিক্ত ডেটা সহ 72 ও 90 দিনের প্ল্যান

শুধু দীর্ঘ মেয়াদি নয়, জিও তাদের কিছু শর্ট-টার্ম প্ল্যানেও অতিরিক্ত ডেটা সুবিধা দিচ্ছে। ₹749 টাকার প্ল্যান-এ ভ্যালিডিটি থাকছে 72 দিন, আর ₹899 টাকার প্ল্যান-এ ভ্যালিডিটি মিলবে 90 দিন। এই দুই প্ল্যানেই ব্যবহারকারীরা প্রতিদিন ২জিবি ডেটা পাবেন। তবে বিশেষ সুবিধা হিসেবে মিলবে 20জিবি এক্সট্রা ডেটা, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই।

Advertisements

এছাড়াও এই দুই প্ল্যানেও থাকছে আনলিমিটেড 5G ডেটা (যোগ্য ডিভাইসে), প্রতিদিন 100টি ফ্রি এসএমএস, এবং সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং। বিনোদনের জন্য মিলবে জিও হটস্টার ও জিও টিভি-র ফ্রি সাবস্ক্রিপশন। সঙ্গে জিও এআই ক্লাউডে 50জিবি স্টোরেজ সুবিধাও যুক্ত থাকবে।

কেন এই প্ল্যানগুলি গুরুত্বপূর্ণ

জিওর এই নতুন প্ল্যানগুলো শুধু ভ্যালিডিটি ও ডেটার দিক থেকেই নয়, বরং এন্টারটেইনমেন্ট ও ক্লাউড সার্ভিসের ক্ষেত্রেও ব্যবহারকারীদের আলাদা অভিজ্ঞতা দিচ্ছে। দীর্ঘ 200 দিনের ভ্যালিডিটি ব্যবহারকারীদের রিচার্জের ঝামেলা কমিয়ে দেবে, আর একসঙ্গে ডেটা, কলিং, এসএমএস ও OTT প্ল্যাটফর্মের সুবিধা পাওয়ার ফলে এটি বাজারের অন্যতম সেরা অফার হিসেবে জায়গা করে নিয়েছে।

সব মিলিয়ে বলতে গেলে, জিও-র (Jio) ₹2025 টাকার প্ল্যান তাদের জন্য সবচেয়ে উপযুক্ত, যারা দীর্ঘ ভ্যালিডিটি ও বড় ডেটা প্যাক চান। আর যারা কম খরচে ছোট মেয়াদি সুবিধা চান, তারা বেছে নিতে পারেন ₹749 বা ₹899 টাকার প্ল্যান। OTT সাবস্ক্রিপশন, আনলিমিটেড 5G ডেটা আর ক্লাউড স্টোরেজ যুক্ত থাকায় এই প্ল্যানগুলো নিঃসন্দেহে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।