বর্তমানে ভারতীয় টেলিকম সংস্থা গুলির মধ্যে অন্যতম মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Jio)। ২০১৬ সালের শুরু থেকে ভারতীয় অন্যান্য টেলিকম সংস্থাকে একেবারে পেছনের দিকে ঠেলে দিয়েছে মুকেশ আম্বানির এই সংস্থা। তাই বর্তমানে ভারতের যে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো জিও।
অন্যদিকে একইভাবে সাম্প্রতিক সময়ে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় জিওর গ্রাহক সংখ্যা অনেকটাই বেশি। তবে শুধু টেলিকম সংস্থা নয় পাশাপাশি গ্রাহকদের ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা, যার জন্য ভারতে এককালীন রাজত্ব করা বেশিরভাগ টেলিকম সংস্থা বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়েছে।
সম্প্রতি দেশের ৫জি লঞ্চ করেছে রিলায়েন্স জিও। যা অন্যান্য ব্রডব্যান্ড সংস্থাকে টেক্কা দিচ্ছে একই সাথে রয়েছে রিলায়েন্স জিওর নিজস্ব ব্রডব্যান্ড যা অন্যান্য সংস্থা তুলনায় অনেকটাই সাধারণ মানুষকে আশ্বস্ত করে তুলেছে। আর এবার নতুন গ্রুপে জিও এয়ার ফাইবার নিয়ে আসতে চলেছে। গত বছর একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে ছিলেন সমস্ত কর্মধার আর এবার খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে রিলায়েন্স জিওর এয়ার ফাইবার।
যার মাধ্যমে জিও ব্রডব্যান্ড ব্যবহারকারীরা 1gbps স্পীডে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন অর্থাৎ ঝড়ের গতিতে এবার থেকে করা যাবে ইন্টারনেট এক্সপ্লোর। যদিও তাদের এই নতুন ব্রডব্যান্ড সংযোগ নিতে কত টাকা দিতে হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। শুধু তাই নয়, এর মাধ্যমে 5জি স্পিডে প্রায় হাজার বর্গফুট এলাকার মধ্যে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।