মাত্র 5,899 টাকায় 12GB ব়্যাম ও 5000mAh ব্যাটারি ফোন, দেখুন বিস্তারিত

ভারতের এন্ট্রি-লেভেল স্মার্টফোন মার্কেটে itel Zeno 10 একটি দারুণ মডেল। যা পাওয়া যাচ্ছে মাত্র ৫,৮৯৯ টাকায়। ফোনটি বর্তমানে Amazon India-তে উপলব্ধ এবং এর সঙ্গে থাকছে…

itel ZENO 10

ভারতের এন্ট্রি-লেভেল স্মার্টফোন মার্কেটে itel Zeno 10 একটি দারুণ মডেল। যা পাওয়া যাচ্ছে মাত্র ৫,৮৯৯ টাকায়। ফোনটি বর্তমানে Amazon India-তে উপলব্ধ এবং এর সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার। ব্যাঙ্ক অফারে গ্রাহকরা পাচ্ছেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়, সঙ্গে রয়েছে সর্বোচ্চ ২৯৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া এক্সচেঞ্জ অফারেও এই ফোন আরও কম দামে কেনার সুযোগ রয়েছে। তবে এক্সচেঞ্জ ডিসকাউন্ট পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।

itel Zeno 10: ডিসপ্লে ও পারফরম্যান্স

Zeno 10-এ দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬১২x৭২০ পিক্সেল। ডিসপ্লে সমর্থন করছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, যা এই দামের মধ্যে একটি ভালো অভিজ্ঞতা দেবে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে অক্টা-কোর চিপসেট। ফোনে দেওয়া হয়েছে ৮জিবি LPDDR4x র‍্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে এর বিশেষত্ব হল মেমরি ফিউশন প্রযুক্তি, যার মাধ্যমে অতিরিক্ত ৮জিবি ভার্চুয়াল ব়্যাম যোগ করা সম্ভব, ফলে মোট ব়্যাম বেড়ে দাঁড়ায় ১২জিবি পর্যন্ত। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে সর্বোচ্চ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

   

ক্যামেরা ও ফটোগ্রাফি ফিচার

ফটোগ্রাফির জন্য itel Zeno 10-এ রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এর সঙ্গে LED ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাজেট রেঞ্জের হলেও ক্যামেরা কোয়ালিটি দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে যথেষ্ট সক্ষম।

ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি, যা ১০ওয়াট চার্জিং সমর্থন করে। দীর্ঘ সময় ব্যবহার করার জন্য এটি বড় সুবিধা। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলছে Android Go Edition ভিত্তিক HiOS 14-এ।

Advertisements

১ সেপ্টেম্বর থেকে BMW গাড়ির দামে আসছে বিরাট বদল, কেনার খরচ কত হচ্ছে?

Zeno 10-এ রয়েছে আধুনিক কানেক্টিভিটি ফিচার যেমন ডুয়েল 4G VoLTE, Wi-Fi 802.11 ac (২.৪GHz + ৫GHz), Bluetooth 5.0, GPS, USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক। সব মিলিয়ে এই ফোনটি বাজেট সেগমেন্টে একটি শক্তিশালী বিকল্প হিসেবে বাজারে আসছে।

itel Zeno 10 অত্যন্ত সাশ্রয়ী দামে পাওয়া গেলেও এতে রয়েছে বড় ব্যাটারি, পর্যাপ্ত ব়্যাম, ভালো ডিসপ্লে এবং প্রয়োজনীয় কানেক্টিভিটি ফিচার। যারা বাজেটে একটি নির্ভরযোগ্য এবং ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন হতে পারে।