Chandrayaan 3: চাঁদে নামার সময় পাল্টাল ভারতের বিক্রম

Chandrayaan-3 Mission

চাঁদে নামার সময় পাল্টালো চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। রবিবার সকালে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে যে এবার চন্দ্রযান চাঁদে পা রাখবে আগস্ট ২৩ ২০২৩ এ সন্ধে ৬টা ৪ মিনিটে। পরিবর্তিত সময়ে পা রাখবে ভারতের বিক্রম ল্যান্ডার।

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩। গত ১ অগস্ট চন্দ্রযান-৩ ট্রান্সলুনার অরবিট বা কক্ষপথে প্রবেশ করে। এরপরে ৫ অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। বর্তমানে চাঁদের কক্ষপথের শেষ পর্যায়ে রয়েছে চন্দ্রযান। ইতিমধ্যেই শেষ ডি-বুস্টিং প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ২৩ আগস্ট বিকেল ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩।

   

বুধবার চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩, তার আগে এই শেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। বর্তমানে চাঁদ থেকে সর্বনিম্ন দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সর্বোচ্চ ১৩৪ কিলোমিটার দূরে কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। আগামী বুধবার, ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। এটিকে সফট ল্যান্ডিং বলা হচ্ছে ইসরোর তরফে। চাঁদের মাধ্যাকর্ষণেই কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। কীভাবে চাঁদে অবতরণ করবে, কৃত্রিম বুদ্ধিমত্তায় সিদ্ধান্ত নিজেই নেবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে টুইটাররে পোস্ট করে বলা হয়েছে, ” ২৩ আগস্ট, ২০২৩ তারিখে ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে।” 

প্রসঙ্গত, চাঁদের পৃষ্ঠ থেকে দূরত্ব ছিল ২৫ কিলোমিটার। এবার মডিউল তার নিজের অন্তর্বর্তী পরীক্ষা-নিরীক্ষা করবে এবং সূর্যোদয়ের অপেক্ষা করবে নির্ধারিত ল্যান্ডিং সাইটে। বিকেল ৫ টা ৪৫ মিনিটে চাঁদে সম্ভাব্য অবতরণের পরিবর্তে সেই দিনই ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩ ।‌

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার মডিউল। শুক্রবারই প্রথম ডি-বুস্টিং সম্পন্ন হয় চন্দ্রযানের। যদি আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে পারে চন্দ্রযান, তবে বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত যারা চাঁদের মাটি স্পর্শ করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন