HomeBharatআধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা কতটা জরুরি, জানুন

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা কতটা জরুরি, জানুন

- Advertisement -

বর্তমানে সকল পরিষেবা ডিজিটাল মাধ্যমে পরিবর্তিত করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে আধার কার্ড (Aadhaar) হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। এর মাহাত্ম্য এতটাই বেড়েছে যে, ব্যাঙ্ক থেকে শুরু করে যে কোন সরকারি অফিস আজ আধার কার্ড ছাড়া আপনাকে চেনেই না। তবুও আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর বদলানো থেকে শুরু করে অন্যান্য আপডেট করা আজও মানুষের মনে ‘কঠিন’ কাজ হয়ে রয়ে গিয়েছে। কিন্তু আদৌ কি তাই? চলুন দেখে নেওয়া যাক।

আধার কার্ড এনরোলমেন্টের জন্য মোবাইল নম্বর দেওয়া কতটা জরুরী?

   

জানিয়ে রাখি, ভারতীয়দের আধার এনরোলমেন্টের জন্য মোবাইল নম্বর বা ইমেইল আইডি সরবরাহ করা বাধ্যতামূলক নয়। তবে আধার অ্যাপ্লিকেশনের স্টেটাস আপডেট জানতে বা ওটিপি ভিত্তিক প্রমাণের মাধ্যমে বিভিন্ন পরিষেবার সুবিধা পেতে হলে মোবাইল নম্বর প্রদান করা আবশ্যক। আবার প্রবাসী ভারতীয়দের (NRI বা এনআরআই) এবং বিদেশি নাগরিকদের জন্য ইমেইল আইডি প্রয়োজন। 

আধার লিঙ্ক করতে মোবাইল নম্বরের প্রয়োজনীয়তা 

সরকারি পরিষেবা, ব্যাঙ্কিং বা ই-কেওয়াইসি করাতে হলে মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ঢোকে। যা আপনার লেনদেন সুরক্ষিত করার জন্য ব্যবহৃত হয়। অনেক সময় প্যান কার্ড লিঙ্ক করতে, মোবাইল নম্বর পোর্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচাইকরণের জন্য আধার নম্বর প্রয়োজন হয়। এক্ষেত্রেও মোবাইলে ওটিপি পাঠানো হয়। তাই এটি স্পষ্ট যে আধারের (Aadhaar) সঙ্গে মোবাইলের নম্বরের লিঙ্ক থাকলে আখেরে সুবিধা আপনারই।

আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর অনলাইনে আপডেট করা যায়?

না, অনলাইনে মোবাইল নম্বর আপডেট করা যায় না। যেকোনো আধার এনরোলমেন্ট কেন্দ্র বা পোস্ট অফিস থেকে আপনি আধারের (Aadhaar) মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এটি করতে কোন নথি বা পুরনো মোবাইল নম্বরের প্রয়োজন নেই।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular