iQOO Neo 10R 5G-তে বিশাল ছাড়, দাম কমে ২৮,৩৯৭ টাকা

Flipkart Big Billion Days iQOO Neo 10R 5G Gets Massive Discount

ভারতের অন্যতম জনপ্রিয় ফেস্টিভ সেল Flipkart Big Billion Days এখন চলছে জোরকদমে। এই সময়ে বিভিন্ন ব্র্যান্ড তাদের স্মার্টফোনে দিচ্ছে বড়সড় ছাড়। তবে এর মধ্যে সবচেয়ে নজরকাড়া অফার হল iQOO Neo 10R 5G-এর উপর। এই ফোনটির দাম নেমে এসেছে সরাসরি ৩৫,৯৯৯ টাকা থেকে ২৮,৩৯৭ টাকায়। অর্থাৎ প্রায় ২১ শতাংশ ছাড় মিলছে ক্রেতাদের জন্য।

Advertisements

Flipkart Big Billion Days-এ EMI ও ব্যাঙ্ক অফারের সুবিধা

যারা একবারে পুরো দাম দিতে চান না, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় EMI অপশন। মাত্র ১,২৯৩ টাকা প্রতি মাস থেকে শুরু হচ্ছে EMI, যা ২৪ মাস ধরে চলবে। এর পাশাপাশি Flipkart Axis Bank বা SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ফলে ফোনটির দাম আরও কমে আসবে এবং ক্রেতাদের জন্য অফারটি আরও লাভজনক হয়ে উঠবে।

ডিসপ্লে ও পারফরম্যান্স

ছাড়ের পাশাপাশি iQOO Neo 10R 5G তার শক্তিশালী ফিচারের জন্য বিশেষ আকর্ষণীয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে গেম খেলা, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং — সব কিছু হবে অত্যন্ত স্মুথ। ফোনটিতে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর, যা একে করে তুলেছে আরও দ্রুতগতির ও শক্তিশালী। ভারী গেম হোক বা মাল্টিটাস্কিং, সব কিছু অনায়াসে সামলাতে সক্ষম এই ডিভাইস।

Advertisements

স্টোরেজের ক্ষেত্রে ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে, ফলে ছবি, ভিডিও বা অ্যাপ রাখার ক্ষেত্রে কোনও সমস্যাই হবে না। ক্যামেরার দিক থেকে ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের OIS মেইন ক্যামেরা, সঙ্গে আছে আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ফলে কয়েক মিনিটের চার্জেই দীর্ঘক্ষণ ব্যবহার করা সম্ভব হবে।

iQOO Neo 10R 5G অফারে কেন কিনবেন?

মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোনটিকে সেরা চয়ন হিসেবে ধরা হচ্ছে। শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা ও সুপার-ফাস্ট চার্জিং—সবই একসাথে মিলছে এই ডিভাইসে। আর এখন Flipkart Big Billion Days-এর অফারে এত বড় ছাড় পাওয়ায় এটি ক্রেতাদের জন্য আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। EMI এবং ব্যাংক অফারের সুবিধা যোগ হওয়ায় এটি নিঃসন্দেহে উৎসবের মরশুমে স্মার্টফোন কেনার সেরা সুযোগগুলির মধ্যে একটি।