লঞ্চের আগেই রেকর্ড গড়ল iQOO 15, প্রি-বুকিং ও সার্চ ট্রেন্ডে শীর্ষে

iQOO 15 Breaks Records

ভারতে অফিসিয়াল লঞ্চের আগেই স্মার্টফোন বাজারে বড় চমক তৈরি করেছে আসন্ন iQOO 15। এই ফোনটি 26 নভেম্বর বাজারে আসবে, কিন্তু তার আগেই শুরু হওয়া প্রি-বুকিংয়ে অপ্রতিরোধ্য সাড়া মিলেছে। সংস্থার দাবি, অগ্রিম-বুকিং শুরু হওয়ার প্রথম 24 ঘণ্টার মধ্যেই এটি ইতিহাসে সবচেয়ে বেশি প্রি-লঞ্চ বুকিং পাওয়া iQOO ফ্ল্যাগশিপ হয়ে গিয়েছে। যদিও সঠিক সংখ্যা প্রকাশ করেনি কোম্পানি, কিন্তু জানিয়েছে iQOO 13 এবং iQOO 12-এর তুলনায় এটি বহু গুণ এগিয়ে। সংস্থার মতে, এই মডেল ইতিমধ্যেই ক্রেতাদের আগ্রহ ও চাহিদার ক্ষেত্রে পূর্ববর্তী সব মডেলকে ছাপিয়ে গিয়েছে।

Advertisements

গুগল ও অ্যামাজনে সবচেয়ে বেশি সার্চ হওয়া iQOO ফোন

কেবল প্রি-বুকিং-এ নয়, সার্চ ট্রেন্ডেও আসন্ন ফ্ল্যাগশিপটি রেকর্ড গড়েছে। রিপোর্ট অনুযায়ী, Google এবং Amazon সার্চে iQOO 15 এখন পর্যন্ত সবচেয়ে বেশি সার্চ হওয়া আইকিউ মডেল। সার্চ ট্রেন্ড দেখাচ্ছে iQOO 13-এর তুলনায় তিন গুণ বেশি সার্চ হয়েছে এই ফোনটি।

   

iQOO 15-এর দাম ও ভ্যারিয়েন্ট

এক্স পোস্ট অনুযায়ী, আইকু 15 Amazon India-র লিস্টিং-এ দেখা গেছে যেখানে দুটি ভ্যারিয়েন্ট উঠে এসেছে। 12GB ব়্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে 72,999 টাকা এবং 16GB ব়্যাম ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হতে পারে 79,999 টাকা। ফোনটি Alpha এবং Legend এই দুটি রঙে পাওয়া যাবে।

প্রি-বুকিং অফারে Free ইয়ারবাডস ও অতিরিক্ত ওয়ারেন্টি

ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে 20 নভেম্বর থেকে। গ্রাহক মাত্র 1,000 টাকা দিয়ে প্রি-বুক করতে পারবেন এবং প্রি-বুকিং করা গ্রাহকরা পাবেন বড় সুবিধা। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রি-বুকিং করলে 1,899 টাকা মূল্যের iQOO TWS ফ্রি পাওয়া যাবে এবং সঙ্গে মিলবে 12 মাস বাড়তি ওয়ারেন্টি।

Advertisements

সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

ভারতে লঞ্চ হওয়া আইকু 15-এর স্পেসিফিকেশন চীনা সংস্করণের মতোই হবে বলে অনুমান। ফোনটিতে থাকবে 6.85-ইঞ্চি Samsung M14 AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2K এবং এতে থাকবে 144Hz রিফ্রেশ রেট সহ 130Hz টাচ স্যাম্পলিং। প্রসেসরে থাকবে নতুন 3nm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যার সঙ্গে যুক্ত থাকবে Adreno 840 GPU। ক্যামেরা বিভাগও অত্যন্ত শক্তিশালী। পিছনে থাকবে 50MP মূল ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রাওয়াইড লেন্স। সামনে থাকবে 32MP সেলফি ক্যামেরা। ব্যাটারি শক্তি আরও বাড়ানো হয়েছে যেখানে রয়েছে 7000mAh ব্যাটারি এবং থাকবে 100W তারযুক্ত ও 40W তারহীন ফাস্ট চার্জিং। ফোনটির IP68+69 রেটিং ধুলো ও পানির থেকে সুরক্ষা দেবে।

লঞ্চের আগে এমন প্রি-বুকিং প্রতিক্রিয়া দেখা যায় না সাধারণত। তাই স্পষ্ট যে iQOO 15 ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে বড় পরিবর্তন আনতে চলেছে। ক্রেতাদের আগ্রহ, সার্চ রেকর্ড এবং আগাম বুকিং—সব মিলিয়ে এই ফ্ল্যাগশিপ ইতিমধ্যেই নজর কাড়তে সক্ষম হয়েছে। এখন অপেক্ষা শুধু অফিসিয়াল লঞ্চের।