Iphone: কেন্দ্রের সতর্কবার্তা, হ্যাক হওয়ার সম্ভবনা আইফোনের

আইফোন হ্যাক হওয়ার সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সংস্থা। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা ‘সিইআরটি-ইন’ জানিয়েছে অ্যাপলের অনেক পণ্যে ‘রিমোট কোড এগ‌্জ়িকিউশন ভালনারেবিলিটি’ খুঁজে পাওয়া গিয়েছে, যার…

iPhone 15

আইফোন হ্যাক হওয়ার সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সংস্থা। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা ‘সিইআরটি-ইন’ জানিয়েছে অ্যাপলের অনেক পণ্যে ‘রিমোট কোড এগ‌্জ়িকিউশন ভালনারেবিলিটি’ খুঁজে পাওয়া গিয়েছে, যার ফলে হ্যাকারদের জন্য আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা অনেক সহজ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

‘সিআরটি-ইন’ বলেছে আইফোন এবং আইপ্যাডের যে সমস্ত ডিভাইসে অপারেটিং সিস্টেম ১৭.৪.১-এর থেকে পুরনো, সেগুলিতেই হ্যাকিংয়ের সম্ভাবনা বেশি। এছাড়াও তাঁদের তরফ থেকে আরও জানানো হয়েছে যে নিরাপত্তাগত অসুবিধার কারণে কোনও ভুয়ো লিঙ্ক পাঠিয়ে এই ডিভাইসগুলি সহজেই হ্যাক করে ফেলতে পারে হ্যাকাররা।

Advertisements

তবে এতে আপাতত ভয়ের কিছু নেই বলে জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। শুধুমাত্র সফ্‌টঅয়্যার আপডেট করার ক্ষেত্রে গাফিলতি না হওয়ায় ভাল। শুধু তাই নয়, প্রয়োজনে তথ্যের ব্যাক আপ নিয়ে রাখলে ভাল হয় বলে জানিয়েছে অভিজ্ঞ মহল।