পকেট ফ্রেন্ডলি ফোন লঞ্চ করল Infinix, মিলবে খুবই কম দামে

এবার পকেট ফ্রেন্ডলি ফোন লঞ্চ করল Infinix। জানা গিয়েছে, ইনফিনিক্স তাদের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ভারতের বাজারে লঞ্চ করেছে।

ফোনটি ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। সেই সঙ্গে ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্টও পাওয়া গিয়েছে এই স্মার্টফোনে। ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাসে রয়েছে ৩ জিবির RAM। ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০ এর সাথে আসে।
ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাসে রয়েছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৪৪০ নিটের উজ্জ্বলতা এবং ৯০.৬ শতাংশের অ্যাসপেক্ট রেশিও নিয়ে আসে। ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যা একটি 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এআই ডেপথ সেন্সরের সাথে আসে। ফোনটিতে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট।

   

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের ৩ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। ৩ জুলাই থেকে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন