দুর্দান্ত ফিচার নিয়ে ভারতের বাজারে লঞ্চ করল Infinix Smart 5A স্মার্টফোন

Infinix Smart 5A Unboxing

টেক ডেস্ক: ভারতের বাজারে লঞ্চ করল Infinix Smart 5A স্মার্টফোন। পকেট ফ্রেন্ডলি এই ফোনে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার। বাজেটেও বেশ সস্তা এই স্মার্টফোন। আগামী ৯ অগাস্ট থেকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের সেল শুরু হবে। লঞ্চ অফারে সেলের প্রথম দিন থাকছে ৫০০ টাকার ছাড়। আপাতত ভারতের বাজারে এই ফোন তিনটি রং-এ লঞ্চ করা হয়েছে। একটি কালো, একটি সায়ান এবং একটি ওশেন ওয়েভ।

Advertisements

Infinix Smart 5A স্মার্টফোনের ফিচার
১. এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির HD + LCD IPS ইন-সেল ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে ১.৮ GHz অক্টাকোর মিডিয়াটেক হেলিও এ২০।
২. এই ফোনে ৮ মেগাপিক্সেলের ডুয়াল এআই এবং ডেপথ সেনসর রয়েছে। সেলফি তোলার জন্য ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৩. Infinix Smart 5A স্মার্টফোনে ব্যাটারি দেওয়া হয়েছে ৫০০০mAh। ফোনে কানেক্টিভিটির জন্য 4G VoLTE, Wi-Fi 802.11, GPS, GPRS- এর মতো ফিচার দেওয়া হয়েছে।
৪. ফোনটিতে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, এবং একটি জি-সেন্সর। এই ফোনের ওজন করা হয়েছে ১৮৩ গ্রাম।

   

Infinix Smart 5A স্মার্টফোনের দাম
আপাতত এই ফোন ভারতের বাজারে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। ফোনের দাম করা হয়েছে ৬,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে ফ্লিপকার্টে ৫০০ টাকার ছাড় পাওয়া যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements