দেশের প্রথম মোবাইল কল কলকাতা থেকেই, জানেন কি কাদের মধ্যে হয়েছিল কথা?

India First Mobile Call: ভারতে মোবাইল ফোন যুগের সূচনা হয়েছিল আজ থেকে ঠিক ৩০ বছর আগে, ৩১ জুলাই ১৯৯৫ সালে। সেই ঐতিহাসিক দিনটিতে হয়েছিল দেশের…

India’s First Mobile Call

India First Mobile Call: ভারতে মোবাইল ফোন যুগের সূচনা হয়েছিল আজ থেকে ঠিক ৩০ বছর আগে, ৩১ জুলাই ১৯৯৫ সালে। সেই ঐতিহাসিক দিনটিতে হয়েছিল দেশের প্রথম মোবাইল ফোন কল। আর এই একটিমাত্র কলই ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল, যা আজকের ডিজিটাল ভারতের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

India First Mobile Call: কাদের মধ্যে হয়েছিল কথোপকথন?

এই প্রথম মোবাইল কলটি (India’s First Mobile Call) কলকাতা থেকে দিল্লিতে করা হয়েছিল। ফোনটি ডায়াল করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সেটি রিসিভ করেছিলেন ভারতের তৎকালীন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরাম। এই ফোন কলটি করা হয়েছিল Modi Telstra নামক মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে, যা ভারতের প্রথম মোবাইল নেটওয়ার্ক হিসেবে কাজ করেছিল। এই পরিষেবাটির নাম ছিল ‘MobileNet’, এবং এটি চালু করা হয়েছিল Department of Telecommunications (DoT)-এর সঙ্গে যৌথ উদ্যোগে।

   

১৯৯৫ সালে মোবাইল ফোন ছিল এক বিলাসবহুল প্রযুক্তি। মোবাইল হ্যান্ডসেটগুলি ছিল বড় ও ভারী, আর কল চার্জ ছিল প্রায় ১৬ থেকে ২৪ টাকা প্রতি মিনিট। সেই সময়ে সাধারণ মানুষের কাছে মোবাইল ফোন ছিল প্রায় স্বপ্নের মতো, আর যোগাযোগের একমাত্র কার্যকর মাধ্যম ছিল ল্যান্ডলাইন টেলিফোন, তাও কেবল নির্দিষ্ট কিছু শহরে সীমিত পরিষেবা।

WhatsApp Status-এ আসছে নতুন ‘Questions’ ফিচার, Instagram-এর মত সুবিধা মিলবে!

কেন এত গুরুত্বপূর্ণ ছিল সেই প্রথম কলটি?

সেই একটিমাত্র ফোন কল শুধু দুই ব্যক্তির কথোপকথন ছিল না, বরং ছিল এক ঐতিহাসিক মুহূর্ত যা ভারতের ওয়্যারলেস কমিউনিকেশন যুগের সূচনা করেছিল। এই কলের মাধ্যমেই ভারত এক ধাপ এগিয়ে যায় ডিজিটাল কমিউনিকেশন ব্যবস্থার দিকে। এরপর একে একে Airtel, Hutch (যা পরে Vodafone হয়), Idea-র মতো সংস্থাগুলি ভারতের বাজারে প্রবেশ করে এবং মোবাইল প্রযুক্তি ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালে আসে।

Advertisements

জিও-র আগমন ও মোবাইল বিপ্লব

২০০০-এর দশকে মোবাইল ফোন ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে। আর ২০১৬ সালে Reliance Jio-র বাজারে আসার পর মোবাইল কলিং ও ইন্টারনেট পরিষেবা অনেকটাই সস্তা ও সহজলভ্য হয়ে যায়। এর ফলে ভারত হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল ব্যবহারকারীর দেশ।

এই ঐতিহাসিক ফোন কলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩১ জুলাই, ২০২৫-এ দিল্লি ও কলকাতায় বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে ভারতের ডিজিটাল অগ্রযাত্রার সূচনা লগ্নকে স্মরণ করা হবে এবং মোবাইল প্রযুক্তির বিকাশে এই দিনের তাৎপর্যকে সম্মান জানানো হবে।

৩১ জুলাই, ১৯৯৫ – এই দিনটি শুধু একটি ফোন কলের (India’s First Mobile Call) দিন ছিল না, বরং এক পরিবর্তনের সূচনা। আজ যে স্মার্টফোন ও ডিজিটাল ইন্টারনেট-নির্ভর জীবন আমরা যাপন করছি, তার শেকড় সেই প্রথম মোবাইল কলের দিনেই প্রোথিত হয়েছিল। সেই মুহূর্ত ভারতের ইতিহাসে এক অমলিন অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।