রেলের সাফাই: মোবাইলে টিকিট দেখিয়েও করা যাবে যাত্রা

Indian Railways

ভারতীয় রেলওয়ে (Indian Railways) আনরিসার্ভ শ্রেণিতে যাত্রা করা যাত্রীদের মধ্যে সৃষ্ট ভ্রান্তি দূর করতে এবার মাঠে নামল। সম্প্রতি কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে টিকিটের প্রিন্টআউট না থাকলে যাত্রা করা যাবে না। অর্থাৎ ডিজিটাল টিকিট গ্রহণযোগ্য হবে না। রেল সাফ জানায়, আনরিসার্ভ ক্লাসে যাত্রীরা মোবাইল স্ক্রিনে ডিজিটাল টিকিট দেখিয়েই যাত্রা করতে পারবেন – প্রিন্টআউট রাখা বাধ্যতামূলক নয়।

রিপোর্টের পর যাত্রীদের মধ্যে অসন্তোষ

এই রিপোর্টগুলো প্রকাশের পর যাত্রীদের মধ্যে বড় ধরনের ভ্রম ও অসুবিধার পরিস্থিতি তৈরি হয়। অনলাইনে টিকিট বুক করার পর প্রত্যেকবার প্রিন্টআউট নেওয়া সবার পক্ষে সহজ বা সুবিধাজনক নয়। রেল কর্তৃপক্ষ এই রিপোর্টগুলোকে ভুল বলে উড়িয়ে দিয়েছে এবং জানিয়েছে যে এমন কোনো নতুন নির্দেশ জারি করা হয়নি। মোবাইলে দেখানো ডিজিটাল টিকিট আগের মতোই পুরোপুরি বৈধ থাকবে।

   

বর্তমান রেলওয়ে (Indian Railways) নিয়ম কী বলছে?

রেলওয়ের নিয়ম স্পষ্ট – যারা ডিজিটালি টিকিট বুক করেন এবং প্রিন্টআউট নেন না, তারা মোবাইল স্ক্রিনে টিকিট দেখিয়ে যাচাই করতে পারেন এবং এটি সম্পূর্ণ বৈধ। তবে যদি বুকিং কাউন্টার থেকে টিকিট নেওয়া হয় বা ডিজিটাল বুকিংয়ের পর প্রিন্টেড টিকিটের অপশন বেছে নেওয়া হয়, তাহলে যাত্রার সময় ফিজিক্যাল প্রিন্টেড কপি সঙ্গে রাখতে হবে।

এই মাসে সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভায় লিখিত উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলওয়েতে বুক করা রিজার্ভড টিকিটের ৮৭ শতাংশ ই-টিকিট হিসেবে জারি হচ্ছে। দেশে অনলাইন বুকিং ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে ডিজিটাল টিকিটকে অবৈধ করে প্রিন্টআউট বাধ্যতামূলক করার প্রশ্নই ওঠে না।

সবশেষে বলা যায়, নিয়মে কোনো পরিবর্তন হয়নি এবং যাত্রীরা আগের মতোই মোবাইলে টিকিট দেখিয়ে রেল (Indian Railways) যাত্রা করতে পারবেন। ভ্রম দূর হয়ে যাত্রীদের সুবিধা অব্যাহত থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন