চিনের Alipay-Paypal শিশু! অনলাইন লেনদেনে বিশ্বের মধ্যে সেরা ভারতের UPI

ভারতে তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পাচ্ছে অনলাইন ট্রানজাকশন। আজকাল মানুষ চা খেতে গিয়েও নগদের পরিবর্তে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI) ব্যবহার করে পেমেন্ট করছেন। ফলে…

UPI

ভারতে তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পাচ্ছে অনলাইন ট্রানজাকশন। আজকাল মানুষ চা খেতে গিয়েও নগদের পরিবর্তে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI) ব্যবহার করে পেমেন্ট করছেন। ফলে বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে অনলাইন লেনদ্নের সংখ্যা। এবারে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল। এ বছর এপ্রিল থেকে জুলাইয়ে দেশে মোট ৮১ লক্ষ কোটি টাকার লেনদেন চলেছে বলে ঘোষণা করল ইউপিআই। গর্বের বিষয়, বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকেও যা ছাপিয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, যা আগের বছর ওই সময়ের তুলনায় লেনদেনের শতকরা হার ৩৭ শতাংশ বেড়েছে।

গ্লোবাল পেমেন্ট হাব Paysecure-এর সর্বশেষ তথ্য অনুসারে, UPI প্রতি সেকেন্ডে 3,729.1 লেনদেন করেছে। যা 2022 সালের প্রতি সেকেন্ডে 2,348 লেনদেনের তুলনায় 58 শতাংশ বেশি। সবচেয়ে বড় বিষয়, অনলাইন লেনদেনের ক্ষেত্রে চীনের Alipay, Paypal এবং ব্রাজিলের PIX-কেও ছাপিয়ে গিয়েছে ইউপিআই।

   

জানা গিয়েছে, জুলাইয়ে ইউপিআই লেনদেন 20.6 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। এক মাসের হিসেবে যা সর্বাধিক।এখানেই শেষ নয়, পরপর তিন মাস UPI লেনদেনের পরিমাণ 20 লক্ষ কোটি টাকা পার করেছে। বিশ্বের মোট 40টি শীর্ষস্থানীয় বিকল্প পেমেন্ট পদ্ধতি পরীক্ষা করে দেখেছে Paysecure। সেখানে উঠে এসেছে, ডিজিটাল লেনদেনে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত। 40 শতাংশেরও বেশি অর্থ প্রদান ডিজিটাল পদ্ধতিতে করা হয়েছে। যার মধ্যে আবার বেশিরভাগ আবার UPI ব্যবহার করে হয়েছে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’র (NPCI) সিইও দিলীপ আসবে’র মতে, আগামী 10-15 বছরের মধ্যে UPI-এর 100 বিলিয়ন বা 10,000 কোটি টাকা লেনদেন স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইউপিআই-তে ক্রেডিট লঞ্চ হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কমার্শিয়াল’ও রিলিজ করা হতে পারে।

অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে ইউপিআই-তে (UPI) 13.89 বিলিয়ন বা 1388 কোটি টাকা লেনদেন রেকর্ড গড়েছে। মে মাসের তুলনায় যা 14.04 বিলিয়ন অধিক। কনসালটেন্সি ফার্ম পিডব্লিউসি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, 2023-24 সালে UPI-তে লেনদেনের অঙ্ক ছিলধ্যে প্রায় 131 বিলিয়ন, আবার 2028-29 সালের মধ্যে তা তিন গুণ বৃদ্ধি পেয়ে 439 বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) মতে, আইনি এক্তিয়ারে থাকা বিভিন্ন সূত্রেই উৎসাহ প্রত্যক্ষ করে শীর্ষ ব্যাঙ্ক এখন UPI এবং RuPay কে ‘বিশ্বব্যাপী’ করে তোলায় মনোনিবেশ করেছে।