৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০mAh ব্যাটারি ফোন, দাম ১০ হাজারের কম

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন মার্কেটে ফিরল এইচটিসি। সংস্থা থাইল্যান্ডে উন্মোচন করল তাদের নতুন স্মার্টফোন HTC Wildfire E4 Plus। সে দেশের বাজারে এর দাম রাখা হয়েছে…

HTC Wildfire E4 Plus

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন মার্কেটে ফিরল এইচটিসি। সংস্থা থাইল্যান্ডে উন্মোচন করল তাদের নতুন স্মার্টফোন HTC Wildfire E4 Plus। সে দেশের বাজারে এর দাম রাখা হয়েছে ৩,৫৯৯ থাই বাত, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৭৭০ টাকা। ফোনটি ব্ল্যাক ও লাইট ব্লু – দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। কম বাজেটে আধুনিক ফিচার দেওয়ার লক্ষ্যে এই ফোন বাজারে আনা হয়েছে।

HTC Wildfire E4 Plus: ডিসপ্লে ও পারফরম্যান্স

HTC Wildfire E4 Plus-এ রয়েছে ৬.৭৪ ইঞ্চির HD+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর অ্যাসপেক্ট রেশিও ২০:৯, যা বড় স্ক্রিনে ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতাকে আরও উন্নত করে। ফোনটি ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে আসছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Unisoc T606 চিপসেট।

   

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির ক্ষেত্রে, Wildfire E4 Plus-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের, যা LED ফ্ল্যাশসহ আসে। এর সঙ্গে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা পর্যাপ্ত আলো ও ডিটেইল ধরে রাখতে সক্ষম।

শীঘ্রই আসছে Oppo Find X9, চমকপ্রদ ফিচার যুক্ত ফোনের সম্ভাব্য দাম ও লঞ্চ কবে জানুন

Advertisements

এই স্মার্টফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারযোগ্য। ব্যাটারি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। এর ফলে একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হবে।

HTC Wildfire E4 Plus অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। নিরাপত্তার জন্য এতে রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটিতে LTE, Wi-Fi 802.11, ব্লুটুথ ও ৩.৫ মিমি হেডফোন জ্যাকের সুবিধা রয়েছে। ফোনটির ওজন ২০০ গ্রাম এবং মাপ ১৬৮.৫ x ৭৭.৯ x ৯.৪ মিমি। কম দামে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও আধুনিক ফিচারের সংমিশ্রণে Wildfire E4 Plus এন্ট্রি-লেভেল স্মার্টফোন সেগমেন্টে প্রতিযোগিতায় নজর কাড়তে পারে।