নম্বর সেভ না করেই WhatsApp-এ পাঠানো যায় মেসেজ, রয়েছে সহজ ট্রিক্স

WhatsApp new feature

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হলো WhatsApp, যা মেটা কোম্পানির মালিকানাধীন। এটি শুধু চ্যাট করার মাধ্যম নয়, বরং ছবি, ভিডিও, ডকুমেন্ট, ভয়েস নোট, এমনকি পেমেন্ট পাঠানোর সুযোগও দেয়। কিন্তু অনেক সময় আমাদের এমন কারও সঙ্গে যোগাযোগ করতে হয়, যার সঙ্গে কথা বলার দরকার একবারের জন্যই। তখন তার নম্বর ফোনে সেভ করতে আমরা চাই না। ঠিক সেই সমস্যার সমাধানই এখন হোয়াটসঅ্যাপ দিচ্ছে — এমন একটি ট্রিকের মাধ্যমে যার সাহায্যে আপনি নম্বর সেভ না করেই সরাসরি হোয়াটসঅ্যাপ-এ মেসেজ পাঠাতে পারবেন।

Advertisements

নম্বর সেভ না করে WhatsApp-এ মেসেজ পাঠানোর উপায়

হোয়াটসঅ্যাপে থাকা Message Yourself ফিচারের মাধ্যমে এই কাজটি করা যায়। এই ফিচারটি মূলত ব্যবহারকারীর নিজের সঙ্গে চ্যাট করার জন্য তৈরি, যেখানে আপনি নোট, ছবি, ভিডিও, লিংক বা ডকুমেন্ট সংরক্ষণ করতে পারেন। তবে একটু কৌশল ব্যবহার করলে এর মাধ্যমে আপনি যেকোনও নম্বরেও মেসেজ পাঠাতে পারেন, সেটি ফোনে সেভ না করেও।

   

এর জন্য প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে নিতে হবে। এরপর সার্চ বারে গিয়ে “You” লিখে সার্চ করুন। এটি করলে আপনার নিজের চ্যাট উইন্ডো ওপেন হবে। এখন সেই চ্যাটে আপনি যাকে মেসেজ পাঠাতে চান, তার মোবাইল নম্বর লিখে নিজেকে পাঠিয়ে দিন। অর্থাৎ, সেই নম্বরটি এখন আপনার নিজের চ্যাটে একটি টেক্সট হিসেবে থাকবে।

এরপর আপনি সেই নম্বরের ওপর ট্যাপ করলে বেশ কিছু অপশন দেখতে পাবেন — যেমন মেসেজ পাঠানো, অডিও বা ভিডিও কল করা, পেমেন্ট করা, কিংবা নম্বরটি কনট্যাক্ট লিস্টে সেভ করা ইত্যাদি। এখান থেকে আপনাকে “Message” অপশনটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন একটি চ্যাট উইন্ডো খুলে যাবে, যেখানে আপনি ওই ব্যক্তিকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন।

এভাবে আপনি কাউকে একবারের জন্য মেসেজ পাঠাতে পারবেন, কিন্তু তার নম্বর ফোনে সেভ করার কোনো প্রয়োজন হবে না। এই ট্রিকটি বিশেষভাবে কাজে আসে যখন কোনো দোকান, কুরিয়ার সার্ভিস বা অপরিচিত ব্যক্তির সঙ্গে সাময়িকভাবে যোগাযোগ করতে হয়।

Advertisements

অতিরিক্ত সুবিধা ও পরামর্শ

এই পদ্ধতিটি শুধু মেসেজ পাঠানোর জন্য নয়, বরং কল, ভিডিও কল বা এমনকি পেমেন্টের ক্ষেত্রেও কার্যকর। চাইলে আপনি এই চ্যাটটি হোয়াটসঅ্যাপের পিন অপশন ব্যবহার করে উপরে পিন করে রাখতে পারেন, যাতে বারবার সার্চ করতে না হয়।

এই ট্রিকটি সম্পূর্ণ নিরাপদ এবং WhatsApp-এর অফিসিয়াল সেটিংসের মাধ্যমেই করা যায়। কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা অজানা ওয়েবসাইট ব্যবহার করার প্রয়োজন নেই। ফলে আপনার তথ্য ও গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকবে।

সব মিলিয়ে, যারা প্রতিদিন বহু মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কিন্তু ফোনে অতিরিক্ত নম্বর সেভ করতে চান না, তাদের জন্য এই ট্রিকটি নিঃসন্দেহে খুব উপকারী। মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই আপনি এখন থেকে যেকোনো নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারবেন, সেটিও নম্বর সেভ না করেই — একদম দ্রুত ও ঝামেলামুক্তভাবে।