WhatsApp ব্যবহারকারীদের বড় একটি সমস্যা হলো ফোনের স্টোরেজ দ্রুত ভরে যাওয়া। প্রতিদিন গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে অসংখ্য ছবি ও ভিডিও আসে, আর হোয়াটসঅ্যাপ-এর ডিফল্ট সেটিং অনুযায়ী এগুলো অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। অনেক সময় এমন সব মিডিয়া সেভ হয়ে যায় যা আপনি কখনও দেখতেও চান না। দিনের পর দিন জমতে জমতে এই ফাইলগুলো ফোনের কয়েক জিবি স্টোরেজ দখল করে ফেলে, আর তারপর আপনাকে বাধ্য হয়ে বারবার অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ডিলিট করতে হয়। এই বিরক্তিকর সমস্যার সহজ সমাধান হলো হোয়াটসঅ্যাপের মিডিয়া অটো-সেভ ফিচারটি বন্ধ করে দেওয়া।
WhatsApp সাধারণভাবে ডাউনলোড হওয়া সব মিডিয়া ফোনের গ্যালারিতে একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে। কিন্তু আপনি চাইলে এই সেটিং বন্ধ করে শুধু সেই মিডিয়া নিজের ইচ্ছামতো সেভ করতে পারবেন যা গুরুত্বপূর্ণ বা দরকারি। এর ফলে ফোনের স্টোরেজ যেমন বাঁচবে, তেমনি ডেটা ইউজেজও কমবে। হোয়াটসঅ্যাপে মিডিয়া অটো-সেভ বন্ধ করার দুটি উপায় রয়েছে – সব চ্যাটের জন্য অটো-সেভ বন্ধ করা এবং নির্দিষ্ট কিছু চ্যাটে অটো-সেভ বন্ধ করা।
সব চ্যাটে WhatsApp মিডিয়া অটো-সেভ বন্ধ করার উপায়
যদি আপনি চান হোয়াটসঅ্যাপ-এর কোনো ছবি বা ভিডিওই আর গ্যালারিতে সেভ না হোক, তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন এবং উপরের ডানদিকের তিন ডট বা More options-এ ট্যাপ করুন। সেখান থেকে Settings-এ যান। এবার Chats অপশন সিলেক্ট করুন। এখানে আপনি Media Visibility নামে একটি অপশন পাবেন। এই অপশনটি অফ করে দিন। একবার এটি বন্ধ করে দিলে হোয়াটসঅ্যাপে আসা নতুন কোনো ছবি বা ভিডিও আর গ্যালারিতে দেখা যাবে না। তবে এটি কেবল নতুন ডাউনলোড হওয়া মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য—এর আগে সেভ হওয়া মিডিয়া গ্যালারি থেকে মুছে যাবে না।
এই সেটিং মূলত তাদের জন্য খুবই উপকারী, যাদের ফোনে স্টোরেজ কম এবং যাঁরা চান হোয়াটসঅ্যাপ অটোমেটিকভাবে মিডিয়া সেভ না করে। এতে গ্যালারি অনেকটা পরিষ্কার থাকবে এবং স্টোরেজ ধীরে ধীরে ভরবে।
Also Read: রয়েছে জল প্রতিরোধ ব্যবস্থা, Motorola Edge 50 Pro ছয় হাজার সস্তা হল
নির্দিষ্ট কোনো চ্যাট বা গ্রুপের জন্য মিডিয়া সেভ বন্ধ করার উপায়
অনেক সময় এমন কিছু গ্রুপে থাকতে হয় যেখানে কথোপকথন কম হলেও ছবি বা ভিডিওর বন্যা বইতে থাকে। বিশেষ করে বাসার সোসাইটি গ্রুপ, অফিস গ্রুপ, বা বড় পরিবারের গ্রুপগুলোতে প্রচুর অপ্রয়োজনীয় মিডিয়া চলে আসে। আপনি চাইলে সব চ্যাটে মিডিয়া সেভ চালু রেখেও নির্দিষ্ট কিছু গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে অটো-সেভ বন্ধ করতে পারেন। এজন্য যেই চ্যাটে অটো-সেভ বন্ধ করতে চান, সেটি খুলুন। উপরের নাম বা গ্রুপের সাবজেক্টে ট্যাপ করুন কিংবা তিন ডটে গিয়ে View Contact বা Group Info-তে যান। এবার Media Visibility অপশনটি সিলেক্ট করুন। সেখানে Yes বা No-এর মধ্যে No সিলেক্ট করে OK চাপুন। এতেই ঐ চ্যাট থেকে আর কোনো ছবি বা ভিডিও আপনার গ্যালারিতে সেভ হবে না, তবে অন্যান্য চ্যাটের মিডিয়া স্বাভাবিকভাবেই সেভ হতে থাকবে।
WhatsApp-এর অটো-সেভ ফিচার বন্ধ করলে ফোনের স্টোরেজ উল্লেখযোগ্যভাবে বাঁচানো যায়। এতে অপ্রয়োজনীয় ছবি-ভিডিও জমে থেকে ডিভাইসকে স্লো করবে না এবং আপনাকে বারবার গ্যালারি ক্লিনও করতে হবে না। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সব চ্যাটে বা নির্দিষ্ট চ্যাটে এই ফিচার বন্ধ করে খুব সহজেই ফোনকে আরও অপটিমাইজড রাখতে পারেন।


