ল‍্যাপটপে খোলা WhatsApp, উঁকি-ঝুঁকি পাশের জনের? চিন্তা নেই, তথ্য সুরক্ষায় রইল টিপস

গতির যুগ। সবকিছুই আজ ডিজিটালি করা সম্ভব। এই দুরন্ত সময়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাটাই যেন চ্যালেঞ্জ! ব্যক্তিগত থেকে কাজের প্রয়োজনে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহার…

how to lock whatsapp web screen with password , ল‍্যাপটপে খোলা WhatsApp, উঁকি-ঝুঁকি পাশের জনের? চিন্তা নেই, তথ্য সুরক্ষায় রইল টিপস

গতির যুগ। সবকিছুই আজ ডিজিটালি করা সম্ভব। এই দুরন্ত সময়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাটাই যেন চ্যালেঞ্জ! ব্যক্তিগত থেকে কাজের প্রয়োজনে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহার তুঙ্গে। অফিসের কাজ থেকে শুরু করে নানা প্রয়োজেন, কাউকে লোকেশন পাঠানো হোক বা কথা জানানো- হোয়াটসঅ্যাপে মুহূর্তে হয়ে যায় সব কাজ হয়।

অফিসে অনেক সময়ই ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা হয়। কিন্তু, কাজের ফাঁকে ডেস্ক ছেড়ে ওঠার সময় অনেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব বন্ধ করতে ভুলে যান। সমস্যা হল, অন্যের হোয়াটসঅ্যাপে নজর রাখা অনেকের স্বভাব। এক্ষেত্রে তথ্য চুরির ভয় থাকে ভীষনরকম। তবে আর চিন্তা নেই। হোয়াটসঅ্যাপ ওয়েবের স্ক্রিন লক করা যায়। সেটাও পাসওয়ার্ড দিয়ে! কীভাবে? রইল তারই হদিশ…

   

– প্রথমে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলতে হবে। অথবা যেতে হবে whatsapp.com ডোমেনে।
– এরপর ফোনে হোয়াটসঅ্যাপ খুলে উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
– এখানে পাওয়া যাবে সেটিংস অপশন। তাতে ক্লিক করে লিঙ্কড ডিভাইস অপশনে যেতে হবে।
– এরপর ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপের কিউআর কোড স্ক্যান করলেই খুলে যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব।
– ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনের ডানদিকে ক্লিক করে সেটিংসে ঢুকতে হবে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে প্রাইভেসি অপশনে।
– এখানে রয়েছে স্ক্রিন লক অপশন। প্রথমে একটা চেকবক্স আসবে। সেখানে টিক দিলেই স্ক্রিন লক ফিচার চালু হয়ে যাবে।
– এরপর ৬ বা তার বেশি সংখ্যার একটি পাসওয়ার্ড লিখে ওকে অপশনে ক্লিক করতে হবে। তাহলেই চালু হয়ে যাবে পাসওয়ার্ড-সহ স্ক্রিন লক অপশন।

এখানে অটো লক ফিচারও রয়েছে। এর জন্য ইউজাররা ১ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত সময় বেছে নিতে পারেন।

হোয়াটসঅ্যাপ ওয়েব স্ক্রিন লক বাতিলও করা যায়। কীভাবে?

– এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ ওয়েব স্ক্রিনের ডানদিকের তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
– তারপর সেটিংসে গিয়ে ক্লিক করতে হবে প্রাইভেসি অপশনে। স্ক্রোল করে নীচে নেমে স্ক্রিন লক চেকবক্সটি আনচেক করতে হবে।
– এবার পাসওয়ার্ড দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে স্ক্রিন লক উঠে যাবে।

জলের দামে 336 দিনের প্যাক আনল BSNL, থাকছে আনলিমিটেড কলিং-ডেটা