চিনে আগামী ১৫ জুলাই লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Honor X70। মডেল নম্বর MTN-AN10 হিসেবে চিনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে ডিভাইসটিকে। এবার Geekbench-এর ডেটাবেসে ফোনটি উপস্থিত হয়েছে, যেখানে ফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার সংক্রান্ত বিভিন্ন তথ্য সামনে এসেছে।
শক্তিশালী চিপসেট এবং আধুনিক অ্যান্ড্রয়েড ভার্সন
Geekbench 6-এর স্কোর অনুযায়ী, Honor X70-এর সিঙ্গল-কোর স্কোর ১০৬৪ এবং মাল্টি-কোর স্কোর ২৯৯৮। এতে থাকবে কোয়ালকমের নতুন Snapdragon 6 Gen 4 চিপসেট। ফোনটি চলবে Android 15 অপারেটিং সিস্টেমের ওপর এবং থাকবে ১২ জিবি র্যাম। এটি পরবর্তী প্রজন্মের মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে বাজারে প্রবেশ করবে।
Honor-এর এই ফোনে থাকছে ৬.৭৯ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K। এই ডিসপ্লে ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, পাশাপাশি থাকবে ৩৮৪০Hz PWM ডিমিং এবং ৬০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ডিজাইন হবে স্লিম এবং স্টাইলিশ—মাত্র ৭.৯৬ মিমি পুরু এবং ওজন ১৯৯ গ্রাম।
iQOO 15 ফ্ল্যাগশিপে থাকছে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট, দুর্দান্ত ক্যামেরা আরও কত কী…
বিশাল ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট
এই স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিশাল ৮,৩০০mAh ব্যাটারি, যা দীর্ঘ ব্যাকআপ দেবে। ব্যাটারিটি ৮০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকবে। ফলে চার্জিং এবং ব্যাটারি পারফরম্যান্সে Honor X70 ব্যবহারকারীদের হতাশ করবে না।
ফোনটির পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, যার সঙ্গে থাকবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, NFC, ইনফ্রারেড ব্লাস্টার এবং IP68/IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং—যা ফোনটিকে দুর্দান্ত অল-রাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা করে।
এদিকে, Honor-এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Magic 8 Pro সম্পর্কেও নতুন তথ্য ফাঁস হয়েছে। জানা যাচ্ছে, এতে থাকবে ৬.৭১ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে, Snapdragon 8 Elite 2 চিপসেট এবং বিশাল ৭০০০mAh ব্যাটারি। এছাড়া ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও নতুন সেন্সরের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে, Honor X70 তার অসাধারণ স্পেসিফিকেশন ও বড় ব্যাটারি পারফরম্যান্সের মাধ্যমে মিড-রেঞ্জ সেগমেন্টে এক বড় প্রতিযোগী হয়ে উঠতে চলেছে। Honor Magic 8 Pro এর ফ্ল্যাগশিপ ক্যাটেগরিতে যুক্ত হলে ব্র্যান্ডটি ২০২৫ সালে স্মার্টফোন বাজারে দৃঢ় অবস্থান নিতে পারে।