Advertisements

অফুরন্ত ডিসকাউন্টে কিনুন Samsung Galaxy সিরিজের এই দুই জনপ্রিয় স্মার্টফোন

পুজোর আর মাস দেড়েক বাকি। তার আগে দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং (Samsung) তাদের একজোড়া ফোনে ডিসকাউন্টের কথা ঘোষণা করল। Samsung Galaxy A55 ও Galaxy A35-এ চলছে ছাড়। চলুন কোন মডেলে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে জেনে নেওয়া যাক।

Advertisements

Samsung Galaxy A55 ও Galaxy A35-এ ডিসকাউন্ট

কোম্পানি সূত্রে জানানো হয়েছে, বর্তমানে Galaxy A35-এর 8 জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ সহ মডেলটি ডিসকাউন্ট ধরে 25,999 টাকায় কেনা যাচ্ছে। আবার Galaxy A55-এর ওই একই স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলছে 35,999 টাকায়। 

Advertisements

Samsung Galaxy A55-এ 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক ক্যাশব্যাক বা আপগ্রেড বোনাস সহ কেনা যাবে এই ফোন। আবার Samsung Galaxy A35-এ চলছে 5,000 টাকার বেনিফিট। ইএমআই-তে কিনলেও এই অফার মিলবে।

এ রাজ্যে যানবাহনে নয়া ট্যাক্স, গাড়ি কেনার খরচ কতটা বাড়ল এখন

উল্লেখ্য, ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সময়সীমা ৬ মাস। কোম্পানির ওয়েবসাইট, রিটেইল স্টোর অথবা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ফোন দুটি কেনা যাবে। Galaxy A55 অসাম লিলাক, অসাম আইস ব্লু এবং অসাম নেভি কালারে কেনা যাবে। যেখানে Galaxy A35-এ উপলব্ধ অসাম আইস ব্লু ও অসাম নেভি।

Advertisements