পুজোর আর মাস দেড়েক বাকি। তার আগে দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং (Samsung) তাদের একজোড়া ফোনে ডিসকাউন্টের কথা ঘোষণা করল। Samsung Galaxy A55 ও Galaxy A35-এ চলছে ছাড়। চলুন কোন মডেলে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A55 ও Galaxy A35-এ ডিসকাউন্ট
কোম্পানি সূত্রে জানানো হয়েছে, বর্তমানে Galaxy A35-এর 8 জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ সহ মডেলটি ডিসকাউন্ট ধরে 25,999 টাকায় কেনা যাচ্ছে। আবার Galaxy A55-এর ওই একই স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলছে 35,999 টাকায়।
Samsung Galaxy A55-এ 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক ক্যাশব্যাক বা আপগ্রেড বোনাস সহ কেনা যাবে এই ফোন। আবার Samsung Galaxy A35-এ চলছে 5,000 টাকার বেনিফিট। ইএমআই-তে কিনলেও এই অফার মিলবে।
এ রাজ্যে যানবাহনে নয়া ট্যাক্স, গাড়ি কেনার খরচ কতটা বাড়ল এখন
উল্লেখ্য, ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সময়সীমা ৬ মাস। কোম্পানির ওয়েবসাইট, রিটেইল স্টোর অথবা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ফোন দুটি কেনা যাবে। Galaxy A55 অসাম লিলাক, অসাম আইস ব্লু এবং অসাম নেভি কালারে কেনা যাবে। যেখানে Galaxy A35-এ উপলব্ধ অসাম আইস ব্লু ও অসাম নেভি।