পিক্সেল 9 লঞ্চ করেই বড় সিদ্ধান্ত গুগলের, এই ফোনগুলির দাম কমানোর ঘোষণা

গতকাল আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে Google Pixel 9 সিরিজ লঞ্চ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই আজ গুগলের (Google) পক্ষ থেকে তাদের পিক্সেল সিরিজের বেশ কয়েকটি জনপ্রিয়…

Google-Pixel-phones

গতকাল আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে Google Pixel 9 সিরিজ লঞ্চ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই আজ গুগলের (Google) পক্ষ থেকে তাদের পিক্সেল সিরিজের বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের দাম কমানোর কথা ঘোষণা করা হল। ফলে এখন আগের তুলনায় অনেকটা সস্তায় কেনা যাবে ফোনগুলি। কোন মডেল শুনবেন?

এগুলি হল – Google Pixel 8, Google Pixel 8 Pro, এবং Google Pixel 7a। যার মধ্যে Pixel 8 Pro-এর দাম উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে। ডিসকাউন্টের ফলে এটি এখন ১ লাখ টাকার কমে পাওয়া যাচ্ছে। তাই সাশ্রয়ী মূল্যে একটি প্রিমিয়াম গুগল পিক্সেল ফোন কেনার এটিই দুর্দান্ত সুযোগ বলা যায়।

   

Pixel ফোনের নতুন মূল্যের তালিকা : 

Pixel 8 সিরিজ এবং Pixel 7a স্মার্টফোনের মূল্য অনেকাংশেই কমিয়েছে গুগল। এগুলি এখন ৭,০০০ টাকা সস্তায় কেনা যাচ্ছে। এদিকে Pixel 8 Pro দুই রকম স্টোরেজ ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। ১২৮জিবি মডেলটির ১,০৬,৯৯৯ টাকার বদলে ৯৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। আবার ২৫৬জিবি মডেলটি ১,১৩,৯৯৯ টাকার পরিবর্তে ১,০৬,৯৯৯ টাকায় ক্রেতাদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে গুগল (Google)। 

একইভাবে, Pixel 8, দুটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ। এখন এর ১২৮জিবি ভ্যারিয়েন্টের জন্য ৭৫,৯৯৯ টাকার বদলে ৭১,৯৯৯ টাকা খরচ করলেই বাড়ি আনা যাবে। আবার ২৫৬জিবি মডেলের দাম ৮২,৯৯৯ টাকা থেকে হ্রাস পেয়ে হয়েছে ৭৭,৯৯৯ টাকা। Pixel 8a-কেও মূল্য হ্রাসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এখন ৫২,৯৯৯ টাকার পরিবর্তে ৪৯,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার এর ২৫৬জিবি ভ্যারিয়েন্টটি কিনতে ৫৬,৯৯৯ টাকা খরচ পড়বে। যেখানে আগে লাগত ৫৯,৯৯৯ টাকা।

টাটা নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে, কিনতে চাইলে এভাবে বুক করুন

তালিকায় সবশেষে রয়েছে Pixel 7a, যা শুধুমাত্র একটি 128GB ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। এখন এর দাম ৪১,৯৯৯ টাকা। পূর্বে এর মূল্য ছিল ৪৩,৯৯৯ টাকা। এই মূল্য হ্রাসের ফলে Pixel আরও বেশিসংখ্যক ভারতীয় গ্রাহকের হাতের নাগালে পৌঁছেছে বলে আত্মবিশ্বাসী গুগল।