একি লঞ্চের আগেই দাম ফাঁস! Google Pixel Watch 3 কেনার খরচ কত শুনবেন?

বর্তমান প্রজন্ম স্মার্টওয়াচের প্রতি একটু বেশিই দুর্বল। শুধু তাই নয়, প্রযুক্তির সঙ্গে স্বাচ্ছ্যন্দ, এমন মাঝবয়সী ব্যক্তিরাও আজকাল হাতে স্মার্টওয়াচ পড়ে বেড়োচ্ছেন। তাই এই জাতীয় ঘড়ির…

Google-Pixel-Watch-3

বর্তমান প্রজন্ম স্মার্টওয়াচের প্রতি একটু বেশিই দুর্বল। শুধু তাই নয়, প্রযুক্তির সঙ্গে স্বাচ্ছ্যন্দ, এমন মাঝবয়সী ব্যক্তিরাও আজকাল হাতে স্মার্টওয়াচ পড়ে বেড়োচ্ছেন। তাই এই জাতীয় ঘড়ির বিক্রি হুহু করে বাড়চ্ছে। আগামীতে যারা এমন ঘড়ি হাতে দেওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য সুখবর শোনালো গুগল (Google)। বাজারে আসছে তাদের পিক্সেল ওয়াচ ৩ (Google Pixel Watch 3) হাতঘড়ি। আগামী ১৩ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে মডেলটি। সিরিজের প্রথম কোন মডেল দুটি আলাদা সাইজে আসছে – ৪১ মিমি এবং ৪৫ মিমি। সবচেয়ে আকর্ষণের বিষয়, লঞ্চের আগেই মডেলটির দাম প্রকাশ পেয়েছে। 

গুগল পিক্সেল ওয়াচ ৩ : দাম ও বৈশিষ্ট্য

   

এক জনপ্রিয় টেক সংবাদ সংস্থার প্রতিবেদন সূত্রে গুগল পিক্সেল ওয়াচ ৩-এর সমস্ত ভার্সনের দাম জানা গেছে। ৪১ মিমি ওয়াইফাই ও ব্লুটুথ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪৯ ডলার বা প্রায় ২৯,২৩৪ টাকা। আবার বৃহত্তর ৪৫ মিমি ভ্যারিয়েন্টেটি কিনতে খরচ পড়বে ৩৯৯ ডলার বা প্রায় ৩৩,৪২৩ টাকা। আবার যারা ৪১ মিমি মডেলটি এলটিই কানেক্টিভিটি সহ কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি কিনতে খরচ পড়বে ৪৪৯ ডলার বা প্রায় ৩৭,৬১১ টাকা। যেখানে ৪৫ মিমি ভ্যারিয়েন্টের দাম ৪১,৭৯৯ টাকা ধার্য করা হয়েছে। 

জানিয়ে রাখি, গুগল পিক্সেল ওয়াচ ২ কেবলমাত্র ৪১ মিমি আকারেই উপলব্ধ ছিল। এর ব্লুটুথ এবং ওয়াইফাই ভার্সনের বাজার দর ৩৪৯ ডলার প্রায় ২৯,২৩৪ টাকা। এখানে এলটিই মডেলটির দাম ৩৯৯ ডলার বা প্রায় প্রায় ২৯,২৩৪ টাকা। সেদিক থেকে বিচার করলে, পিক্সেল ওয়াচ ৩ এলটিই -এর ৪১ মিমি মডেলের দাম এর পূর্বসূরী ভার্সনের চাইতে ৫০ ডলার বেশি। 

আপনার ফোন কি ‘মাল গাড়ির’ মত চলছে? ফাস্ট করতে এখনই করুন এই সেটিংস

এদিকে গুগল পিক্সেল ওয়াচ ৩-এর দাম বাড়ানো হলেও Apple Watch Series 9-এর তুলনায় কিন্তু ৫০ ডলার সস্তা। অন্যদিকে এটি Samsung Galaxy Watch7 এর ব্লুটুথ ও ওয়াইফাই মডেলের চাইতে ৫০ ডলার বেশি। যাই হোক, পিক্সেল ওয়াচ ৩-এর বৈশিষ্ট্যের প্রসঙ্গে বললে, এতে রয়েছে ২,০০০ নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস। এছাড়াও, পিক্সেল ওয়াচ ২-এর তুলনায় ৪১ মিমি মডেলে চার্জ, প্রায় ২০% দ্রুত হবে। সামঞ্জস্যের জন্য, পিক্সেল ওয়াচ 3 ব্যবহারের জন্য আপনার স্মার্টফোনটিকে হতে হবে Android 10 বা তার বেশি Android ভার্সন যুক্ত।