১৫ জানুয়ারি থেকে এই সব কম্পিউটারে Google Chrome কাজ করবে না, কেন জানুন

Google Chrome

২০২৩ সালের ১৫ জানুয়ারি থেকে Windows 7 এবং Windows 8/8.1 সাপোর্টেড ল্যাপটপ/ কম্পিউটারগুলিতে আর Google Chrome কাজ করবে না। এমনটাই জানাল Google.

সম্প্রতি সংস্থাটি তাদের সাপোর্ট পেজে ঘোষণা করেছে,“Windows 7 এবং Windows 8/8.1 সাপোর্ট করবে এমন গুগল ক্রোমের ফাইনাল ভার্সনটি হল Google Chrome 109, লেটেস্ট ক্রোম ভার্সন অর্থাৎ Google Chrome 110-এর জন্য প্রয়োজন হবে Windows 10 বা 11 অপারেটিং সিস্টেমের ল্যাপটপ। এই OS আপডেটের প্রক্রিয়াটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি ২০২৩।

   

তবে Windows 7 এবং Windows 8/8.1 অপারেটিং সিস্টেমের কম্পিউটার/ল্যাপটপ ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসে Google Chrome ব্যবহার করতে পারবেন। তবে, নতুন করে আর কোনও আপডেট পাবেন না তারা।

নতুন Chrome 110 ভার্সনটি তার ব্যবহারকারীদের ব্যক্তিগত কম্পিউটারকে বিভিন্ন ক্ষতিকারক সাইট থেকে সুরক্ষিত রাখবে, যাতে হ্যাকাররা গ্রাহকের স্পর্শকাতর তথ্য হাতিয়ে না নিতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন