যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তায় সিএফএল সুপার সিক্সে আসছে গোললাইন টেকনোলজি

গত কয়েক বছরে আধুনিকতার ছোঁয়া লেগেছে বিশ্ব ফুটবলে। গোললাইন টেকনোলজির (Goalline Technology) পাশাপাশি ভিএআর সিস্টেমের ব্যবহার দেখা গিয়েছি আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলিতে। যারফলে অধিকাংশ ক্ষেত্রেই নির্ভুল…

Goalline Technology

গত কয়েক বছরে আধুনিকতার ছোঁয়া লেগেছে বিশ্ব ফুটবলে। গোললাইন টেকনোলজির (Goalline Technology) পাশাপাশি ভিএআর সিস্টেমের ব্যবহার দেখা গিয়েছি আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলিতে। যারফলে অধিকাংশ ক্ষেত্রেই নির্ভুল সিদ্ধান্ত জানাতে সক্ষম থেকেছেন ম্যাচ রেফারি। এমনকি সাম্প্রতিক কালে ফুটবলের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সহায়তার পরিকল্পনা নিয়েছে করে প্রতিবেশী দেশ ভুটান। যা চমকে দিয়েছিল সকলকে।

বিগত কয়েক মরসুম ধরে দেশের প্রথম ডিভিশনের লিগ তথা আইএসএলে এই প্রযুক্তির ব্যবহারের কথা উঠে আসলেও তা এখনও চূড়ান্ত নয়। এসবের মাঝেই সকলকে চমকে দিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে এই চলতি কলকাতা লিগের সুপার সিক্সে (CFL Super Six) ব্যবহৃত হবে গোললাইন টেকনোলজি‌। যারফলে আধুনিকতার ছোঁয়া লাগতে চলেছে বাংলার ফুটবলে।

   

বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ঠিক এমনটাই জানানো হয় আইএফএ -এর তরফে। উল্লেখ্য, এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বেশ কয়েকমাস সেখানকার অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের গবেষণার পর এই প্রযুক্তি ব্যবহার হতে চলেছে বৃহৎ ক্ষেত্রে। বর্তমানে এটির নাম রাখা হয়েছে অ্যাডভান্স রিভিউ টেকনোলজি। যার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই বল নির্ভুলভাবে গোললাইন অতিক্রম করেছে কিনা তাঁর স্পষ্ট ইঙ্গিত মেলে।

এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত‌ বলেন, ‘ কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের ম্যাচে এই প্রযুক্তি ব্যবহৃত হবে। এটির প্রথম ধাপের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সফল হলে এই প্রযুক্তি পরবর্তী ক্ষেত্রে ও ব্যবহার করা হবে। সেক্ষেত্রে অফসাইড সহ অন্যান্য বিষয়গুলো পরিষ্কারভাবে নির্ধারণ করা সম্ভব হবে।’