Gmail-এর স্টোরেজ ভরে গিয়েছে? এই সহজ পদ্ধতিতে খালি করে নিন

ধরুন সকাল-সকাল নিজের জিমেল (Gmail) খুলেই দেখলেন আপনার স্টোরেজ পূর্ণ (Gmail Storage Full) হওয়ার নোটিফিকেশন দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না। ভাবছেন…

Gmail

ধরুন সকাল-সকাল নিজের জিমেল (Gmail) খুলেই দেখলেন আপনার স্টোরেজ পূর্ণ (Gmail Storage Full) হওয়ার নোটিফিকেশন দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না। ভাবছেন স্টোরেজ পূর্ণ হয়ে গেলে দরকারি মেইল কীভাবে ঢুকবে! চিন্তা করবেন না। আপনার সেই দুশ্চিন্তা দূর করতেই আজকের এই প্রতিবেদন। 

ফাইল, ছবি এবং আরও অনেক কিছু সংরক্ষণ করার জন্য জিমেলে 15GB ফ্রি স্টোরেজ দেওয়া হয়। কিন্তু আজকের প্রযুক্তি নির্ভর জীবনে এই স্টোরেজ নেহাতই কম। এমন হলে আপনি অতিরিক্ত স্টোরেজ কিনতেই পারেন। তবে, যদি আপনি স্টোরেজ কিনতে না চান, তাহলে আপনাকে স্টোরেজ খালি করা ব্যতীত কোন উপায় নেই। আমরা আপনাকে জানাবো কীভাবে আপনি জিমেলে স্টোরেজ খালি করতে পারেন।

   

আনরিড ইমেলগুলি ডিলিট করুন

জিমেলে এমন অনেক ইমেল রয়েছে যা আপনি হয়তো কখনও পড়েননি। প্রয়োজনও নেই পড়ার। এই আনরিড ইমেলগুলি কিন্তু আপনার জিমেলের স্টোরেজ জুড়ে রয়েছে। এক্ষেত্রে যদি আপনি এই ইমেলগলি ডিলিট করে দেন, তাহলে আপনার জিমেলের স্টোরেজও ফ্রি হয়ে যাবে। এজন্য প্রথমে আপনাকে জিমেল ইনবক্সে যেতে হবে। এরপর ড্রপডাউন মেনুতে আপনাকে “unread” টাইপ করতে হবে। তারপর আনরিড ইমেলগুলি প্রদর্শিত হলে সেগুলি নির্বাচন করে আপনি ডিলিট করে দিন। 

ভারতে আসছে স্যামসাংয়ের সবচেয়ে সস্তার ফোন, দাম 10,000-এর কম

পুরনো ইমেল ডিলিট করুন

জিমেলের স্টোরেজ খালি করতে, আপনি পুরোনো ইমেলগুলোও ডিলিট করতে পারেন। পুরনো বা অপ্রয়োজনীয় ইমেলগুলোও জিমেলের স্টোরেজ অযথা ব্যবহার করে। এমতাবস্থায় এগুলি ডিলিট করে আপনি প্রয়োজনীয় ফাইল বা ইমেলের জন্য স্টোরেজ ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে মেইলবক্সে গিয়ে সেই ইমেলটির কীওয়ার্ড লিখতে হবে, যা আপনি ডিলিট করতে চান। যদি সম্পূর্ণ ইমেল ডিলিট করতে চান, তাহলে আপনাকে “Delete Conversation” অপশনটি নির্বাচন করতে হবে।

বড় মাপের ইমেল ডিলিট করুন

যদি আপনার কাছে এমন ইমেল (Gmail) থাকে যাতে বড় আকারের ফাইল বা ছবি রয়েছে, তাহলে আপনি সেগুলি ডিলিট করতে পারেন। এগুলি ডিলিট করার জন্য আপনাকে মেইলবক্সে গিয়ে সার্চ বারে সেই ফাইলের আকার লিখুন যা আপনি ডিলিট করতে চান। এতে স্ক্রিনে সেই ইমেলগুলি প্রদর্শিত হবে, যেই সাইজ আপনি দিয়েছেন। এগুলির মধ্যে যেসব ইমেল ডিলিট করতে চান, সেগুলো নির্বাচন করুন। ইমেল নির্বাচন করার পর ডিলিট অপশনে ক্লিক করুন।