Amazon Latest Deal: বর্তমানে দেশে সর্বত্র পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি সর্বত্র তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী বেশ কিছুদিন থাকবে গরমের দাপট।
চলতি বছর যে রেকর্ড মাত্রা পার করবে গরম আগে থেকে জানিয়েছিল আবহাওয়া দপ্তর কিন্তু সেই গরম যে এতটা দুর্বিভাব হবে তা কেউ বুঝতে পারেননি। আবহবিদদের কথায় এই গরম আদ্রহীন অর্থাৎ শুষ্ক যা হিট স্ট্রোকের মূল কারণ।
তাই গরমের থেকে মুক্তি পেতে সকলেই ভিড় জমাচ্ছেন এয়ার কন্ডিশনার কেনার জন্য কিন্তু সে তো আর মুখের কথা নয় কারণ এয়ার কন্ডিশনার কিনতে পকেট থেকে বেরিয়ে কয়েক হাজার টাকা। আবার কোনমতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র কিনে ফেললেও তাতে বিদ্যুতের খরচ হয় অনেকটাই। তবে আজকের এই প্রতিবেদনে আপনি এমন কিছু যন্ত্রের কথা জানতে পারবেন যার মাধ্যমে প্রায় বিনামূল্যে মুহূর্তের মধ্যে আপনিও করে ফেলতে পারবেন আপনার ঘর ঠান্ডা।
Moblios পোর্টেবল Ac- ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনে এই পোর্টেবল এসির দাম মাত্র ১৭৯৯ টাকা। যার মধ্যে রয়েছে ৫০০ মিলিলিটারের ট্যাঙ্কি, আর ফোনের চার্জার দিয়েই চলবে এই ঠান্ডা মেশিন। তাই দেরি না করে আজই বাড়িতে আনুন পোর্টেবল এসি।
Zofey পোর্টেবল Ac- এই এসির দাম মাত্র ১৩০০ টাকা, যা পাওয়া যাবে শুধু মাত্র অ্যামাজনে। একবার চার্জ করলে প্রায় ৪ ঘন্টা আপনাকে ঠান্ডা রাখবে এই এসি।