বাজারে নতুন এসি নিয়ে হাজির acer

বর্তমানে আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে প্রযুক্তি আর প্রযুক্তি যত উন্নত হচ্ছে সারা বিশ্বে তৈরি হচ্ছে বিভিন্ন নতুন নতুন সংস্থা। আর এই সংস্থা গুলির মধ্যে অন্যতম হলো acer

Acer's New Air Conditioners: Beat the Heat this Summer

বর্তমানে আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে প্রযুক্তি আর প্রযুক্তি যত উন্নত হচ্ছে সারা বিশ্বে তৈরি হচ্ছে বিভিন্ন নতুন নতুন সংস্থা। আর এই সংস্থা গুলির মধ্যে অন্যতম হলো acer। আমরা সকলেই জানি এই সংস্থা তাদের তৈরি ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে বাজারে সাড়া ফেলে দিয়েছিল। শুধু তাই নয় বেশিরভাগ সরকারই প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত এই সংস্থার ডেস্কটপ দেখতে পাওয়া যায় এবং সময়ের সাথে পাল্লা দিয়ে সংস্থা তাদের ডেক্সটপ এবং ল্যাপটপগুলিকে আপডেট করেছে অনেকটাই।

তবে এবার কম্পিউটার কিংবা কম্পিউটার এক্সেসরিজএর বাজার ছেড়ে ইলেকট্রনিক্স এপ্লায়েন্স এর বাজার দখল করতে এগিয়ে এলো এই সংস্থা। সম্প্রতি, কিছুদিন আগেই সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে এলইডি টিভি যা অন্যান্য সংস্থার তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে। আর এবার বাজারে acer নিয়ে আসতে চলেছে নতুন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র।

   

সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় বাজারে পাওয়া যাবে তাদের তৈরি নতুন এসি। যা মূলত এক টন দেড় টন এবং দু টনের হবে। যার মূল্য শুরু হবে মাত্র ২৭,৯৯৯ টাকা থেকে, যা অন্যান্য সংস্থার থেকে অনেকটাই কম। সেই সাথে অত্যাধুনিক ফিচার মিলবে বলে জানিয়েছে সংস্থা। যার মধ্যে অন্যতম হলো সাইলেন্ট কুলিং অর্থাৎ একেবারে নিঃশব্দে আপনার ঘরকে কিছুক্ষণের মধ্যেই শীতল করে তুলবে তাদের তৈরি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র।

Advertisements

#Acer #airconditioners #summercool #newmodels #comfortupgrade

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News