Half Price AC Offer: অর্ধেক দামে এসি দিচ্ছে Flipkart, জানুন বিস্তারিত

Half Price AC Offer: বর্তমানে আমরা যে সমস্ত এয়ার কন্ডিশনার নির্মাণকারী সংস্থার পরিচিত তার মধ্যে অন্যতম হলো ভোল্টাস।

Half Price AC Offer

Half Price AC Offer: বর্তমানে আমরা যে সমস্ত এয়ার কন্ডিশনার নির্মাণকারী সংস্থার পরিচিত তার মধ্যে অন্যতম হলো ভোল্টাস। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় এয়ার কন্ডিশনার মার্কেটে একচেটিয়া রাজত্ব করছে টাটা গোষ্ঠীর এই সংস্থা। সমীক্ষা বলছে সাধারণত আমাদের আশেপাশে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান থেকে যে সমস্ত কোম্পানির এসি অত্যাধিক পরিমাণে বিক্রি হয় তার মধ্যে অন্যতম হলো ভোল্টাস।

আর এবার ভোল্টাসের পক্ষ থেকে নিয়ে আসুন দুর্দান্ত অফার। যার মাধ্যমে আপনি একটি ভোল্টাস দেড় টন স্প্লিট এসি পেয়ে যাবেন মাত্র হাফ দামে। সম্প্রতি ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট flipkart এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এই দুর্দান্ত আকর্ষণীয় অফার। বর্তমানে এই এসির বাজার মূল্য প্রায় ৭৬ হাজার টাকার কাছাকাছি।

তবে ফ্লিপকার্ট আপনাকে প্রথমেই দেবে ৪৭% ছাড় সেক্ষেত্রে এসি দাম দাঁড়াবে মাত্র ৪০ হাজার টাকায়। এখানেই শেষ নয়, রয়েছে এক্সচেঞ্জ অফার। আপনার বাড়িতে যদি পুরনো এয়ার কন্ডিশনার থাকে তাহলে সেক্ষেত্রে এক্সচেঞ্জ ভ্যালু পাবেন প্রায় ৬,৫০০ টাকার কাছাকাছি। পাশাপাশি রয়েছে একাধিক ব্যাংকের অফার।

Advertisements

HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যদি এই এয়ার কন্ডিশনারটি কেনেন তাহলে সে ক্ষেত্রে বাড়তি ১২৫০ টাকা ছাড় পাবেন আপনি। তাছাড়া রয়েছে ফ্লিপকার্ট এক্সিস ব্যাংকের সুবিধা। ভোল্টাস কোম্পানির এই দেড় টন স্প্লিট এসির সাথে আপনি পেয়ে যাবেন 10 বছরের ওয়ারেন্টি এবং এক বছরের এসি ওয়ারেন্টি। তাছাড়া পাবেন বছরে দুটি ফ্রি সার্ভিসিং।