সিবিআই-এর নাম জালিয়াতি, সাড়ে ৫ লক্ষ টাকার জালিয়াতির শিকার সুনিধি!

সাইবার ফ্রডের (Cyber Fraud) শিকার হয়েছেন জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েক (Sunidhi Nayak)। জানা গেছে তার কাছ থেকে নাকি জালিয়াতি করে সাড়ে ৫ লক্ষ টাকা লুট…

সাইবার ফ্রডের (Cyber Fraud) শিকার হয়েছেন জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েক (Sunidhi Nayak)। জানা গেছে তার কাছ থেকে নাকি জালিয়াতি করে সাড়ে ৫ লক্ষ টাকা লুট করা হয়েছে। সিবিআই-এর (CBI) নাম করে গায়িকার কাছ থেকে টাকা লুঠ করা হয়েছে। গায়িকার শান্তিনিকেতনের বাড়িতে ঢুকে, সিবিআই-এর পরিচয় দিয়ে টাকা লুঠ করেছে তারা।

Advertisements

জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েক (Sunidhi Nayak) শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতীর সংগীত ভবনের ছাত্রী এবং এখন শান্তিনিকেতনেই ভাড়া থাকেন। বুধবার বাড়িতেই ছিলেন তিনি। তখন বাড়ির চারপাশে কয়েকজন লোককে ঘোরাফেরা করতেও দেখেছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ‘হায়দরাবাদের সিবিআই’ বলে নিজেদের পরিচয় দিয়ে নাকি এই কাণ্ড ঘটিয়েছেন।

Advertisements

বন্দুক নিয়ে ছুটছেন রুক্মিণী, ধরা দেবেন দেব?

গায়িকার বাবাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া গায়িকার ছবি মর্ফ করে সোশ্যাল সাইটে ছড়িয়ে দেবার হুমকি দেয় দুষ্কৃতীরা। তাঁর এই ভাড়াবাড়ির ১০০ মিটারের মধ্যে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস অবস্থিত। তাও দিনেদুপুরে এই অপরাধের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গায়িকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত।

সুনিধি জানান তাঁকে ফোন করে বলা হয় যে তিনি নাকি নরেশ গোয়েল নামক এক ব্যক্তির সঙ্গে আর্থিক তছরুপের কারণে জড়িয়ে পড়েছেন। তাঁর নাম একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। গায়িকার দাবি, তাঁকে নিরাপত্তা দেওয়া হোক। এছাড়াও তিনি জানিয়েছেন যে, প্রশাসনের তরফে তাঁকে সাহায্য করা হয়েছে।