সাবধান! ব্যবসা বাড়াতে ‘মিথ্যে’ রিভিউ দিচ্ছেন? ব্যবস্থা নিতে চলেছে Google

রেস্তোরা যাওয়া হোক বা কোন জিনিস কেনা, এমন অনেক ক্ষেত্রেই আমরা গুগল ম্যাপের (Google Maps) রিভিউস-এর উপর সম্পূর্ণ নির্ভর করে থাকি। কিন্তু এমনটা কখনও ভেবেছেন এই রিভিউস যদি মিথ্যে বা ভুল হয়, তবে কী হবে? নকল রিভিউস (Fake Reviews) ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে গুগল (Google)। ভুয়ো রিভিউ পোস্ট করার জন্য সতর্ক করেছে সংস্থা।

মিথ্যে রিভিউ দিলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে গুগল। আবার যে বা যারা রিভিউ দিচ্ছেন তাদের বিরুদ্ধেও কঠোর হতে চলেছে সংস্থা। এর ফলে ব্যবসায় সার্বিক প্রভাব পড়তে পারে বলেও জানিয়েছে গুগল। “ফেক এনগেজমেন্ট পলিসি” নামে একটি নীতি নির্ধারণ করতে চলেছে তারা। এর অধীনে সেই রিভিউ মুছে ফেলা বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি যিনি রিভিউ দিয়েছেন তার উদ্দেশ্যে সতর্কবার্তা হিসেবে “আপনার রিভিউ মুছে ফেলা হল” এমন লেখা দেখাতে পারে।

   

জানলে অবাক হবেন, এই রিভিউ খতিয়ে দেখার ব্যবস্থা ব্রিটেনে ইতিমধ্যেই চালু রয়েছে। এবারে সমগ্র বিশ্বেই তা আনা হচ্ছে। আজকাল অর্থের বিনিময়ে এমন রিভিউ লেখান হচ্ছে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা একাধির অ্যাকাউন্ট ব্যবহার করে রিভিউ দেন। গুগল সেই সমস্ত ইউজারদের খুঁজে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। 

32MP সেলফি ক্যামেরা, Flipkart Big Billion সেলে সস্তায় কিনুন এই দারুণ 5G ফোন

এদিকে এই জাতীয় ব্যবসায়িক প্রোফাইলগুলি কীভাবে সনাক্ত করা হবে তা খোলসা করেনি গুগল। তবে খোলা সতর্ক বার্তা নকল রিভিউস (Fake Reviews) দেওয়া থেকে অসাধু ব্যবসায়ীদের আটকাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। ব্যবসার প্রচার বাড়াতে তারা কোন ঘুরতি পথ ঠিকই খুঁজে নেবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন