Exciting Offer Alert: BSNL নিয়ে এল দুর্দান্ত অফার, জানুন বিস্তারিত

Exciting Offer Alert: একটা সময় যখন খুব কম মানুষের হাতে থাকতো মোবাইল তখন আমাদের পরিষেবা দিত ভারতীয় এক সরকারি টেলিকম (BSNL) সংস্থা।

BSNL's Great Offer

Exciting Offer Alert: একটা সময় যখন খুব কম মানুষের হাতে থাকতো মোবাইল তখন আমাদের পরিষেবা দিত ভারতীয় এক সরকারি টেলিকম (BSNL) সংস্থা। তাছাড়া আমাদের দেশে ল্যান্ডলাইন ফোন এর পরিষেবা দিত এই সংস্থাই। আশা করি এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা কার কথা বলছি।

Advertisements

আমরা বলছি বিএসএনএল অর্থাৎ ভারতের নিজস্ব সরকারি টেলিকম সংস্থার কথা। তবে বর্তমানে প্রতিযোগিতার বাজারে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলির ভিড়ে অনেকটাই গুরুত্ব হারিয়েছে বিএসএনএল। শুধু তাই নয় এখন সাধারণ মানুষের মধ্যে খুব একটা দেখা যায় না বিএসএনএল ব্যবহারকারী।

   

তবে বর্তমানে নিজের অস্তিত্ব ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারতীয় এই সংস্থা। সম্প্রতি তারা নিয়ে এসেছে দুটি বার্ষিক প্রিপেড প্ল্যান। সংসার পক্ষ থেকে জানানো হয়েছে ২৩৯৯ টাকা এবং ২৯৯৯ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন এক বছর ফ্রি কলিং এর সুবিধা।

পাশাপাশি পেয়ে যাবেন আরও নানান সুবিধা। প্রাথমিকভাবে ২৩৯৯ টাকার বার্ষিক প্ল্যানেট আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট এবং ১০০টি করে এসএমএস করার সুবিধা। তাছাড়া আপনি পেয়ে যাবেন কলার টিউন এবং অল্প কিছু সময়ের জন্য OTT সাবস্ক্রিপশন। অন্যদিকে ২৯৯৯ টাকার কেনে আপনি পেয়ে যাবেন প্রতিদিন 3gb ডেটা। একসাথে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এবং মেসেজ করার মত সুবিধা। তাছাড়া বিএসএনএল আপনাকে দেবে বেশ কিছু OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন এক বছরের জন্য।