আধার কার্ড (Aadhaar Card) এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথিগুলির মধ্যে একটি। যেকোনও সরকারি বা ব্যক্তিগত কাজেই আধারের প্রয়োজন পড়ে। কিন্তু অনেক সময় হঠাৎ আধারের কপি চাইলে তা খুঁজে পাওয়া ঝামেলার হতে পারে। এই সমস্যার সহজ সমাধান এবার মিলছে হোয়াটসঅ্যাপে (WhatsApp)। এখন আর আলাদা করে UIDAI ওয়েবসাইটে যেতে হবে না কিংবা বারবার ক্যাপচা ভরতে হবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে সরাসরি নিজের আধার কার্ড ডাউনলোড করা যাবে।
MyGov হেল্পডেস্ক দেবে সহায়তা
এই নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা পাবেন DigiLocker পाওয়ার্ড চ্যাটবট ব্যবহারের সুযোগ। এই চ্যাটবটের সাহায্যে আধার সহ নানা সরকারি ডকুমেন্টস নিরাপদে ডাউনলোড করা যায়। যেহেতু এটি অফিসিয়াল DigiLocker সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই কোনও ধরনের সিকিউরিটি রিস্ক নেই।
প্রথমেই আপনার ফোনে MyGov Helpdesk-এর অফিসিয়াল নম্বর +৯১-৯০১৩১৫১৫১৫ সেভ করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে ‘Hi’ বা ‘Namaste’ লিখে পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যেই রিপ্লাইয়ে বিভিন্ন সরকারি পরিষেবার তালিকা পাওয়া যাবে।
iPhone 17 সিরিজের লঞ্চের পর iPhone 16 ও 16 Plus-এর দামে বড় ছাড়, জানুন বিস্তারিত
WhatsApp-এ কীভাবে ডাউনলোড করবেন আধার
তালিকা থেকে ‘Digital Aadhaar Download’ অপশন বেছে নিতে হবে। এরপর নিজের আধার নম্বর দিতে হবে এবং তা ভেরিফাই করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি এন্টার করে কনফার্ম করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের একটি পিডিএফ (PDF) ফাইল হোয়াটসঅ্যাপে চলে আসবে।
এই পিডিএফ আপনি সরাসরি ফোনে সেভ করতে পারবেন, প্রয়োজনে অন্য কাউকে পাঠাতে পারবেন বা প্রিন্ট আউট বের করতে পারবেন। যেহেতু এই পরিষেবা ২৪ ঘণ্টা পাওয়া যায়, তাই যেকোনও সময় আপনি নতুন করে আধার ডাউনলোড করতে পারবেন।
সবচেয়ে বড় সুবিধা হল আর UIDAI ওয়েবসাইটে লগইন করতে হবে না, ক্যাপচা দেওয়া বা বারবার তথ্য পূরণের ঝামেলাও নেই। কয়েকটি সহজ ধাপে WhatsApp-এ আপনার আধার মিলবে, যা অনেক দ্রুত ও নির্ঝঞ্ঝাট। বিশেষ করে যাদের প্রায়ই আধারের ডিজিটাল কপি দরকার হয়, তাদের জন্য এই ট্রিক হবে দারুণ কার্যকর।
সব মিলিয়ে, WhatsApp-এ MyGov Helpdesk ব্যবহার করে আধার ডাউনলোড করার সুবিধা আমাদের ডিজিটাল জীবনে এক বড় পদক্ষেপ। এখন থেকে হঠাৎ আধারের দরকার পড়লেও মুহূর্তেই ফোনে সেটি পাওয়া যাবে।