HomeBusinessAutomobile Newsগাড়ির এসি চালিয়েও লাভ হচ্ছে না! ভাবছেন বিকল হয়েছে! মেনে চলুন এই...

গাড়ির এসি চালিয়েও লাভ হচ্ছে না! ভাবছেন বিকল হয়েছে! মেনে চলুন এই পদ্ধতি

- Advertisement -

সামান্য কিছুদিনের স্বস্তির পর রাজ্যে আবারো বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ইতিমধ্যেই প্রায় ৪৫ ডিগ্রী ছুঁয়ে ফেলেছিল রাজ্যের তাপমাত্র, যার ফলে নাজেহাল সাধারণ মানুষ তবে এই রোদে গরম সহ্য করেও কাজে যেতেই হয়। তাই অনেকেই ভরসা করেন শীততাপ নিয়ন্ত্রিত যানবাহনের উপর। অন্যদিকে কাজের সূত্র কিংবা ঘুরতে যাওয়ার জন্য সকলেই এসি গাড়ি বুক করেন।

আর এসি গাড়িতে চেপে ভ্রমণের মজাই আলাদা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে বাইরে তাপমাত্রায় গাড়ির এসি কোনভাবেই গাড়ির ভেতরকে ঠান্ডা করতে পারছে না। সেজন্য অবশ্য অনেকেই গাড়ি নির্মাণকারী সংস্থা কিংবা গাড়ির ড্রাইভারকে দোষারোপ করেন তবে সামান্য কিছু নিয়ম মেনে চললে মুহূর্তের মধ্যে আপনার গাড়ির এসি ঠান্ডা করবে।

   

প্রথমত গাড়ি যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন তার ভেতরে গরম হাওয়া জমতে শুরু করে যার ফলে গাড়ির ভেতরের অংশ অনেকটাই গরম হয়ে যায় এবং সেই সাথে ইঞ্জিনের তাপ গাড়ির ভেতরকে আরো গরম করে তোলে। তাই এসি চালানোর আগে প্রথমে গাড়ির জানালাগুলি খুলে দিতে হবে এবং ভেতরের গরম বাতাস বেরিয়ে যাওয়ার জন্য সময় দিতে হবে। তারপরে এসে চালালে দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার গাড়ির ভেতর ঠান্ডা হয়ে উঠেছে।

অন্যদিকে সরাসরি রোদে কোনভাবেই গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না তাছাড়া গাড়ির কুলিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা সে দিকে নজর দিতে হবে এবং গাড়ির রেডিয়টের সম্পূর্ণ রয়েছে কিনা তাও দেখে নিতে হবে। এই সমস্ত বিষয়ে মাথায় রাখলে আপনার গাড়ির এসি মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরকে ঠান্ডা করে তুলবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular