ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। এখন গ্রাহকরা কম দামে শক্তিশালী প্রসেসর, বড় স্টোরেজ এবং হাই-কোয়ালিটি ক্যামেরার মতো প্রিমিয়াম ফিচার পেয়ে যাচ্ছেন। এমনই এক দারুণ সুযোগ নিয়ে এসেছে Tecno Pova 6 Neo 5G, যেটি এখন আপনি ১০,০০০ টাকারও কম দামে কিনতে পারবেন। ফোনটিতে রয়েছে শক্তিশালী হার্ডওয়্যার এবং একাধিক আকর্ষণীয় অফার।
Tecno Pova 6 Neo 5G: দারুণ দাম এবং অফার
জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ Tecno Pova 6 Neo 5G-এর ডিসকাউন্টেড প্রাইস রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। এর উপর রয়েছে ১,০০০ টাকার ফ্ল্যাট কুপন ডিসকাউন্ট। এছাড়াও নির্বাচিত ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই অফারগুলি একসঙ্গে ব্যবহার করলে ফোনটির ইফেক্টিভ দাম দাঁড়ায় মাত্র ৯,৮৯৯ টাকা।
গ্রাহকরা চাইলে পুরোনো ফোন এক্সচেঞ্জ করে আরও ছাড় পেতে পারেন। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ১১,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া সম্ভব, যদিও এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরোনো ফোনের মডেল ও তার অবস্থার উপর। তবে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফারের মধ্যে যে কোনো একটি সুবিধা নেওয়া যাবে। ফোনটি অরোরা ক্লাউড এবং মিডনাইট শ্যাডো কালার অপশনে উপলভ্য।
Tecno Pova 6 Neo 5G-তে রয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর যা স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। ফোনটি আসে ৮জিবি র্যাম সহ, যার সঙ্গে অতিরিক্ত ৮জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করে মোট ১৬জিবি ব়্যাম পর্যন্ত পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়া এতে রয়েছে বিশাল ২৫৬জিবি স্টোরেজ, যেখানে প্রচুর অ্যাপ, গেম, ছবি ও ভিডিও সহজেই রাখা যাবে।
ডিসপ্লে ও ক্যামেরা
ফোনটিতে রয়েছে একটি ৬.৭-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে গেমিং বা স্ক্রলিং হবে আরও স্মুথ। ক্যামেরা সেগমেন্টে Tecno-র এই 5G ফোন যথেষ্ট শক্তিশালী। এর ব্যাক প্যানেলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি AI ক্যামেরা যা হাই-রেজোলিউশন ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উন্নত AI ফিচারগুলির সাহায্যে ছবি হবে আরও ডিটেইলড এবং শার্প।
১৫,০০০ টাকার কমে লঞ্চ হল Vivo Y31 5G, মিলছে ৬৫০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৫,০০০mAh ব্যাটারি, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে ফোন দ্রুত চার্জ হয়ে যাবে। ফোনের সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Tecno Pova 6 Neo 5G এই দামে একটি দুর্দান্ত ভ্যালু-ফর-মানি স্মার্টফোন। মাত্র ৯,৮৯৯ টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬জিবি পর্যন্ত র্যাম, ২৫৬জিবি স্টোরেজ এবং ৫G কানেক্টিভিটি – সব মিলিয়ে এটি বাজেট ক্রেতাদের জন্য নিখুঁত অপশন। যদি আপনি নতুন ফোন কিনতে চান এবং প্রিমিয়াম ফিচার চান বাজেটের মধ্যে, তাহলে এই অফার মিস করা উচিত নয়।