100 টাকার কমে BSNL-এর এই রিচার্জ প্ল্যান বাজার কাঁপাচ্ছে, জেনে নিন

জুলাই মাসে রিল্যায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছিল। এর জেরে ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বহু ক্রেতা অসন্তুষ্ট হয়ে সরকারি সংস্থা…

BSNL Recharge Plan

জুলাই মাসে রিল্যায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছিল। এর জেরে ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বহু ক্রেতা অসন্তুষ্ট হয়ে সরকারি সংস্থা বিএসএনএল-এ (BSNL) নম্বর পোর্ট করিয়েছেন। ফলে এক মাসের মধ্যে বিএসএনএল-এর পরিবারে লক্ষ লক্ষ গ্রাহক যোগ হয়। গ্রাহকদের উদ্দীপনা উদ্দীপ্ত করতে একের পর এক দারুণ প্ল্যান লঞ্চ করে চলেছে সংস্থা। এবারেও তেমনই একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে, যা অন্যান্য টেলিকম সংস্থার প্ল্যানের তুলনায় অনেকটাই সস্তা। চলুন এই প্ল্যান সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

BSNL-এর 91 টাকার রিচার্জ প্ল্যান

   

বিএসএনএল-এর  91 টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। এতে 90 দিনের বৈধতা পাওয়া যায়। টেলিকম দুনিয়ায় এমন সস্তার প্ল্যান আর কারোর নেই। ইন্টারনেট, কলিং এবং এসএমএস-এর সুবিধা পাওয়া যায় এতে।

বিএসএনএল-এর 91 টাকার রিচার্জ প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য সেরা, যারা দুটি সিম ব্যবহার করেন। ব্যবহারকারীরা তাদের দ্বিতীয় সিম সচল রাখতে এই প্ল্যানটি কিনতেই পারবেন। কলিংয়ের সুবিধা পেতে এই প্ল্যানের সঙ্গে টক টাইম ভাউচার নিতে পারেন।

প্রসঙ্গত, নতুন রিচার্জ প্ল্যান (BSNL) আনার পাশাপাশি বিএসএনএল শীঘ্রই তাদের 4G পরিষেবা শুরু করতে চলেছে। বর্তমানে 4G পরিষেবার জন্য দ্রুত গতিতে কাজ চলছে। বিএসএনএল 4G পরিষেবা এলে BSNL-এর গ্রাহক সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদী সংস্থা।