ভারতের টেলিকম বাজারে জিও (Jio) বরাবরই তার সাশ্রয়ী ও ফিচারভরা রিচার্জ প্ল্যানের জন্য জনপ্রিয়। তবে এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) এমন একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে যা সরাসরি জিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। মাত্র ৪৮৫ টাকার এই প্ল্যানটি ৭২ দিনের ভ্যালিডিটি-সহ পাওয়া যাচ্ছে এবং এর সঙ্গে রয়েছে প্রতিদিনের ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি ফ্রি এসএমএস সুবিধা। অন্যদিকে, জিওর একই ভ্যালিডিটির প্ল্যানের দাম ৭৪৯ টাকা, যা বিএসএনএল-এর তুলনায় ২৬৪ টাকা বেশি। ফলে দাম ও ভ্যালিডিটির দিক থেকে বিএসএনএল এবার স্পষ্টভাবে জিওকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
BSNL-এর ৪৮৫ টাকার প্ল্যানের বিস্তারিত
বিএসএনএল-এর এই নতুন ৪জি প্রিপেইড প্ল্যানটি ৭২ দিনের ভ্যালিডিটি নিয়ে এসেছে। প্রতিদিন ব্যবহারকারীরা পাবেন ২জিবি হাই-স্পিড ডেটা। নির্দিষ্ট ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে যাবে ৪০ কেবিপিএস-এ। এই প্ল্যানে দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে, যা নিঃসন্দেহে বড় সুবিধা। এছাড়াও প্রতিদিন ব্যবহারকারীরা ১০০টি ফ্রি এসএমএস পাঠাতে পারবেন। বিএসএনএল-এর এই প্ল্যানটি বিএসএনএল সেল্ফকেয়ার অ্যাপ ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই রিচার্জ করা যাবে। সংস্থাটি ইতিমধ্যেই দেশে প্রায় ৯৮ হাজার ৪জি টাওয়ার স্থাপন করেছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ৫জি সার্ভিস চালুর প্রস্তুতিও নিচ্ছে।
Jio-এর ৭৪৯ টাকার প্ল্যানের অফার
অন্যদিকে, জিওর ৭৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটিও ৭২ দিনের ভ্যালিডিটি সহ আসে। এতে প্রতিদিন পাওয়া যায় ২জিবি ডেটা, সঙ্গে অতিরিক্ত ২০জিবি এক্সট্রা ডেটা। এই প্ল্যানের অন্যতম বড় সুবিধা হল — যোগ্য ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ৫জি ডেটা সুবিধা। এখানেও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং সারা দেশের সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া, এই প্ল্যানের সঙ্গে জিও গ্রাহকরা পাবেন ২ মাসের ফ্রি জিও হোম ট্রায়াল, এবং বিনামূল্যে অ্যাক্সেস পাবেন JioTV ও JioCinema (Hotstar)-এর মতো প্রিমিয়াম কনটেন্ট প্ল্যাটফর্মে।
দাম ও সুবিধার তুলনায় কে এগিয়ে?
যদিও Jio-র প্ল্যানে অতিরিক্ত ডেটা ও ৫জি সুবিধা রয়েছে, তবে বিএসএনএল-এর ৪৮৫ টাকার প্ল্যানটি ভ্যালিডিটি ও বেসিক সুবিধার বিচারে অনেক বেশি কস্ট-ইফেকটিভ। যারা সাধারণ ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজছেন এবং দিনে ২জিবি ডেটাই যথেষ্ট, তাদের জন্য বিএসএনএল-এর এই অফার নিঃসন্দেহে লাভজনক। অপরদিকে, যারা ৫জি স্পিড ও OTT সুবিধা চান, তাদের জন্য জিওর ৭৪৯ টাকার প্ল্যানটি সেরা পছন্দ হতে পারে।
Also Read: WhatsApp-এ এল দুর্দান্ত ফিচার, চ্যাট থেকেই ম্যানেজ হবে ফোনের স্টোরেজ
সব মিলিয়ে বলা যায়, BSNL আবারও তার কম দামি কিন্তু শক্তিশালী অফারের মাধ্যমে বাজারে নিজেদের জায়গা শক্ত করতে শুরু করেছে। অন্যদিকে, জিও তার অতিরিক্ত সুবিধাগুলির মাধ্যমে প্রিমিয়াম ব্যবহারকারীদের ধরে রাখছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে ৫জি সার্ভিস চালুর পর বিএসএনএল এই প্রতিযোগিতায় কতটা এগিয়ে যেতে পারে।


