BSNL-এর ব্রডব্যান্ড প্ল্যানে বিশেষ অফার, এক মাস ফ্রি ব্যবহারের সঙ্গে থাকছে ডিসকাউন্টও

ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড প্ল্যানের উপর এক বিশেষ অফার ঘোষণা করেছে। বিএসএনএল-এর ভারত ফাইবার সার্ভিস-এর আওতায় আসা…

BSNL Broadband

ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড প্ল্যানের উপর এক বিশেষ অফার ঘোষণা করেছে। বিএসএনএল-এর ভারত ফাইবার সার্ভিস-এর আওতায় আসা এই অফারে গ্রাহকরা তিন মাস পর্যন্ত মাসিক ভাড়ায় ছাড়ের সুবিধা পাবেন। শুধু তাই নয়, প্রথম মাস একেবারেই ফ্রি সার্ভিস পাওয়া যাবে। অর্থাৎ মোট চার মাস পর্যন্ত বিশেষ সুবিধা উপভোগ করার সুযোগ দিচ্ছে সংস্থাটি।

BSNL-এর কোন প্ল্যানে মিলবে অফার

এই অফারটি প্রযোজ্য হবে দুটি এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড প্ল্যানে — Fiber Basic (₹499) এবং Fiber Basic Neo (₹449)। এই প্ল্যানগুলির মধ্যে গ্রাহকদের জন্য থাকছে উচ্চ গতির ইন্টারনেট, আনলিমিটেড ডাউনলোড এবং ফ্রি ভয়েস কলিং সুবিধা।

   

Fiber Basic Plan (₹499)
এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ 60Mbps গতির ইন্টারনেট এবং আনলিমিটেড ডাউনলোড। প্ল্যানটিতে 3,300GB ডেটা ব্যবহারের সীমা থাকছে, যার পর গতি কমে দাঁড়াবে 4Mbps-এ, বিএসএনএল-এর ফেয়ার ইউসেজ পলিসি (FUP) অনুযায়ী। এর পাশাপাশি থাকছে আনলিমিটেড লোকাল ও STD কলিং সুবিধা। বিশেষ অফারে গ্রাহকরা তিন মাস পর্যন্ত প্রতি মাসে 100 টাকা ছাড় পাবেন। এর ফলে মাসিক খরচ কার্যত নেমে আসবে ₹399 টাকায়।

Fiber Basic Neo Plan (₹449)
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 50Mbps পর্যন্ত স্পিড, আনলিমিটেড ডাউনলোড এবং 3,300GB ডেটা ব্যবহারের সুবিধা। এখানেও রয়েছে আনলিমিটেড লোকাল ও STD কলিং। অফারের আওতায় এই প্ল্যানে দেওয়া হচ্ছে প্রতি মাসে 50 টাকার ছাড়, ফলে ₹399 টাকায় এটি তিন মাস পর্যন্ত সাবস্ক্রাইব করা যাবে।

প্রথম মাস ফ্রি সার্ভিস

বিএসএনএল (BSNL) শুধু মাসিক ডিসকাউন্ট দিচ্ছে না, এর সঙ্গে রয়েছে এক মাসের ফ্রি সার্ভিসও। অর্থাৎ গ্রাহকরা প্রথম মাস বিনামূল্যে পরিষেবা ব্যবহার করতে পারবেন। এরপর টানা তিন মাস পাবেন মাসিক ডিসকাউন্ট। ফলে মোট চার মাস পর্যন্ত গ্রাহকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

Advertisements

অফারের সময়সীমা ও প্রাপ্যতা

টেলিকম টক-এর রিপোর্ট অনুযায়ী, এই অফারটি 30 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে। তবে প্রতিটি সার্কেলে এই সুবিধা উপলব্ধ নাও হতে পারে। তাই গ্রাহকদের নিজেদের অঞ্চলে অফারটি প্রযোজ্য কিনা, তা যাচাই করতে হবে। এই যাচাইয়ের জন্য গ্রাহকরা বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট বা BSNL Self Care App (অ্যান্ড্রয়েড ও iOS উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ) ব্যবহার করতে পারবেন।

মাত্র ৫৯৯ টাকায় BSNL-এর দুর্দান্ত প্ল্যান, প্রতিদিন ৩ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা

সব মিলিয়ে, বিএসএনএল-এর (BSNL) এই বিশেষ অফার নতুন এবং বিদ্যমান উভয় গ্রাহকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে। একদিকে তিন মাসের ডিসকাউন্ট সুবিধা, অন্যদিকে এক মাসের ফ্রি সার্ভিস — এই দুইয়ের সমন্বয় গ্রাহকদের জন্য দারুণ সাশ্রয়ের সুযোগ তৈরি করছে। অক্টোবর থেকে শুরু হওয়া উৎসব মরশুমের আগে এই অফার নিঃসন্দেহে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের মধ্যে বিএসএনএল-এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে।