বর্ষায় সুখবর শোনাল BSNL, ১০০ টাকা সস্তা হল এই রিচার্জ প্ল্যান

BSNL Recharge Plan

আপনি কি বিএসএনএলের  (BSNL) গ্রাহক? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এই বর্ষায় দেশের সরকারি টেলিকম অপারেটর সংস্থা, তাদের একটি রিচার্জ প্ল্যানে (BSNL Recharge Plan) দিচ্ছে ভরপুর ইন্টারনেটের সুবিধা। এদিকে কিছুদিন হল জিও, ভোডাফোন আইডিয়া, এয়ারটেলের মত প্রাইভেট কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের খরচ একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে। সেদিক থেকে গ্রাহকদের পকেটের টান না বাড়িয়ে আগের মতোই সস্তায় রিচার্জের বিকল্প (Mobile Recharge) অফার করে চলেছে বিএসএনএল। জানা যাচ্ছে, এবছর অক্টোবরের মধ্যেই এদেশে ৮০,০০০ ৪জি টাওয়ার বসাচ্ছে সরকারি সংস্থাটি। 

এই প্ল্যান হল সস্তা

   

আসলে গ্রাহকদের জন্য একটি ‘মনসুন ডবল বোনানজা অফার’ নিয়ে এসেছে বিএসএনএল। অফারটি কেবলমাত্র বিএসএনএলের ‘ফাইবার ইন্টারনেট’ বা ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। অফারে বলা হয়েছে, আগে যেখানে ফাইবার ইন্টারনেট পরিষেবা পেতে ৪৯৯ টাকা প্ল্যান ভরাতে হত, এখন তা ১০০ টাকা কমে পাওয়া যাবে। অর্থাৎ বর্তমানে এর জন্য খরচ পড়বে ৩৯৯ টাকা। 

শর্তসাপেক্ষে বলা হয়েছে, এই অফার শুধুমাত্র প্রথম তিন মাসের জন্য মিলবে। এর মানে, ফাইবার ইন্টারনেট পরিষেবা চালু করার প্রথম তিন মাস পর্যন্তই ৩৯৯ টাকায় রিচার্জ করাতে পারবেন গ্রাহকরা। চতুর্থ মাস থেকেই কিন্তু আবার সেই ৪৯৯ টাকাই গুনতে হবে।

প্ল্যানের সুবিধা

এই ফাইবার প্ল্যানে একসঙ্গে ৩৩০০ জিবি ইন্টারনেট ডেটা অফার করছে বিএসএনএল। এতে ইন্টারনেটের গতি হবে ৬০ এমবিপিএস। তবে ৩৩০০ জিবি ইন্টারনেট শেষ হয়ে গেলে ৪ এমবিপিএস গতিতে পরিষেবা মিলবে। নতুন গ্রাহকদের আকৃষ্ট করতেই সংস্থা মূলত এই সুবিধা নিয়ে এসেছে। 

সপ্তাহের শেষে হুড়মুড়িয়ে কমল রুপোর দাম, কলকাতায় সোনার দাম জানেন?

এই প্ল্যানের পরিষেবা পেতে হলে ১৮০০-৪৪-৪৪ এই হোয়াটসঅ্যাপে নম্বরে একটি মেসেজ পাঠালেই হবে। এভাবে ঘরে বসেই রিচার্জ প্ল্যানটি সক্রিয় করে নিতে পারবেন। এদিকে বর্তমানে ইন্টারনেটে ৩জি ও ৪জি পরিষেবা দিচ্ছে বিএসএনএল। জানা গেছে, শীঘ্রই তারা ৫জি ইন্টারনেটও চালু করবে। জিও, ভিআই, এয়ারটেলের মত সংস্থাগুলির মূল্য বৃদ্ধির মুহূর্তে এটি তাদের মোক্ষম চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন