৫-১৫ বছর বয়সীদের আধারে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার এখন প্রতিটি নাগরিকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সরকারি প্রকল্প থেকে শুরু করে পড়াশোনা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আধারের প্রয়োজনীয়তা অপরিসীম। সম্প্রতি…

Aadhaar Update

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার এখন প্রতিটি নাগরিকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সরকারি প্রকল্প থেকে শুরু করে পড়াশোনা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আধারের প্রয়োজনীয়তা অপরিসীম। সম্প্রতি UIDAI (ভারতীয় বিশিষ্ট পরিচয় কর্তৃপক্ষ) শিশুদের আধার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এবার থেকে ৫ থেকে ১৫ বছরের মধ্যে থাকা প্রতিটি শিশুর আধারে বায়োমেট্রিক আপডেট (Aadhaar Update) করানো বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে UIDAI দেশজুড়ে সমস্ত স্কুলের কাছে বিশেষ আবেদন জানিয়েছে।

স্কুলে Aadhaar Update-এর জন্য নতুন উদ্যোগ

UIDAI এবার স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সঙ্গে যৌথভাবে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এর আওতায় দেশের সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শিশুদের আধার আপডেটের জন্য বিশেষ ব্যবস্থা করে। এর জন্য UDISE+ অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে। এই অ্যাপের মাধ্যমে স্কুলগুলি সহজেই জানতে পারবে কোন কোন ছাত্রছাত্রীর বায়োমেট্রিক আপডেট এখনো বাকি আছে। এর ফলে দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

   

কেন জরুরি বায়োমেট্রিক আপডেট

UIDAI-এর নির্দেশ অনুযায়ী, কোনও শিশুর প্রথম বায়োমেট্রিক আপডেট (Aadhaar Update) করতে হবে ৫ বছর বয়সে এবং দ্বিতীয়বার আপডেট বাধ্যতামূলক হবে ১৫ বছর বয়সে। কারণ এই সময়ের মধ্যে শিশুর শারীরিক বৃদ্ধি ঘটে এবং পুরনো বায়োমেট্রিক তথ্য অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। সঠিক সময়ে আপডেট না করলে আধারের তথ্য অসম্পূর্ণ বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি আধার নম্বরে বায়োমেট্রিক আপডেট এখনও সম্পন্ন হয়নি। UIDAI জানিয়েছে, যদি সময়মতো এই আপডেট না হয় তবে শিশুদের ভবিষ্যতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হতে পারে। যেমন সরকারি প্রকল্প বা সুবিধা গ্রহণে বাধা, বিভিন্ন প্রতিযোগিতামূলক ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় (যেমন NEET, JEE, CUET ইত্যাদি) নিবন্ধন করতে অসুবিধা দেখা দিতে পারে।

Advertisements

রাজ্যগুলিকে UIDAI-এর আবেদন

UIDAI-এর সিইও ভুভনেশ কুমার সম্প্রতি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে স্কুলগুলোতে বিশেষ শিবির আয়োজন করে এই আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর পাশাপাশি UIDAI এবং স্কুল শিক্ষা বিভাগের প্রযুক্তি টিম মিলে UDISE+ অ্যাপে বিশেষ ব্যবস্থা করেছে, যাতে সহজে জানা যায় কোন কোন ছাত্রছাত্রীর আধার আপডেট এখনো হয়নি।

বিয়ের পর Aadhaar Card-এ পদবি কীভাবে পরিবর্তন করবেন, জেনে নিন প্রক্রিয়া

সব মিলিয়ে বলা যায়, আধার কার্ড আপডেটের (Aadhaar Update) এই উদ্যোগ দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর জন্য একটি বড় স্বস্তি আনবে। UIDAI-এর এই নির্দেশনা অনুযায়ী অভিভাবকদের এখন থেকেই সতর্ক হয়ে সন্তানের আধার বায়োমেট্রিক আপডেট সময়মতো করানো উচিত। না হলে ভবিষ্যতে শিক্ষাজীবন ও সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে।