খুশির হাওয়া সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (Suzuki Motorcycle India) অন্দরমহলে। তাদের এক বিবৃতিতে জানা যায়, 2024 সালের জুলাই মাসে তারা মোট 1,16,714টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। যা 2023 সালের জুলাই মাসে বিক্রি হওয়া 1,07,836টি গাড়ির তুলনায় 8 শতাংশ বেশি।
1 লাখের বেশি বাইক ও স্কুটার বিক্রি করল সুজুকি
বিক্রির কথা বলতে গিয়ে, সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এমডি কেনিচি উমেদ বলেন, “সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া 2024 সালের জুলাই মাসে 1.16 লাখেরও বেশি স্কুটার এবং মোটরসাইকেল বিক্রি করে বিশেষ রেকর্ড গড়েছে।”
কেনিচি উমেদ আরও বলেন যে, “বাজারে আমাদের মডেলগুলির ভাল চাহিদার কারণে, মাসে 25% বিক্রি বৃদ্ধি পেয়ে 1 লাখ গাড়ির বিক্রয় অতিক্রম করেছে।” এর পরেই কোম্পানিকে লাভের মুখ দেখানোর জন্য তিনি ডিলার নেটওয়ার্ক ও ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ জানান।
হাতছাড়া হলেই পস্তাবেন! ২.৫০ লাখ ছাড়ে বাড়ি আনুন মারুতি সুজুকির এই এসইউভি
জানা যায়, সজুকি মোটরসাইকেল Access 125 স্কুটারের রঙ পরিবর্তন করায় তাদের মাসিক বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে৷ এর পরে Suzuki Avenis চারটি নতুন রঙের বিকল্পে লঞ্চ করা হয়। আর এতেই খেলা ঘুরিয়ে দিয়েছে সুজুকি।