Sunday, December 7, 2025
HomeBharatChandrayaan 3: অবাক হইনি জানতাম হবেই...জানালেন ভারতের আকাশ মানব রাকেশ শর্মা

Chandrayaan 3: অবাক হইনি জানতাম হবেই…জানালেন ভারতের আকাশ মানব রাকেশ শর্মা

- Advertisement -

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাফল্য। চাঁদের মাটি ছুঁয়েছে ভারত। বিশ্বের সর্বপ্রথম দেশ ভারত যে চাঁদের দক্ষিণ প্রান্তে পদার্পণ করেছে। আজ রচিত হলো এক বিশাল ইতিহাস যার ফলে গর্বিত গোটা ভারতবাসী। এবার চাঁদের বুকে ভারতের জয়ে উচ্ছাস প্রকাশ করলেন প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা।

রাকেশ শর্মা আনন্দিত হয়ে জানিয়েছেন, ” আমি অবাক হইনি। বরং আমি জানতাম ইসরো সব সমস্যার সমাধান করে সফল হবেই। ভারতীয় হিসেবে আমি গর্বিত। আমার মনে হয় আমি অনেক আগে জন্ম নিয়ে ফেলেছি। কারণ স্পেস একটিভিটি আমাদের দেশে এখন সম্পূর্ণরূপে শুরু হয়েছে। এখন ৭৫ বছর বয়সী হয়ে গিয়েছি। আমি হাতজোড় করি এবং গর্ববোধ করি যে আমি সেই প্রথম মানুষ যে ইসরোর এই সাফল্য উদযাপন করছি”।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular