TCS-WIPRO-Infosys কে বড় চ্যালেঞ্জ অশ্বিনী বৈষ্ণবের, ভারতের AI স্বপ্নে নতুন দিগন্ত

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার দেশের শীর্ষ প্রযুক্তি সংস্থা টিসিএস (Tata Consultancy Services), ইনফোসিস (Infosys) এবং উইপ্রো-কে (Wipro) একটি স্বদেশী মোবাইল অপারেটিং…

ashwini-vaishnaw-challenges-tcs-infosys-wipro-indigenous-mobile-os

short-samachar

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার দেশের শীর্ষ প্রযুক্তি সংস্থা টিসিএস (Tata Consultancy Services), ইনফোসিস (Infosys) এবং উইপ্রো-কে (Wipro) একটি স্বদেশী মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির আহ্বান জানিয়েছেন। ডেটাকোয়েস্ট ইন্ডিয়া আয়োজিত ৩২তম আইসিটি বিজনেস অ্যাওয়ার্ডস ও ডিজিটাল লিডারশিপ কনক্লেভে তিনি বলেন, “আমি এই মঞ্চ থেকে ইনফোসিস, টিসিএস, উইপ্রো-র মতো বড় সংস্থাগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি—আমাদের দেশের জন্য একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করুন।”

   

তিনি আরও বলেন, “আপনারা সেবা প্রদানে দারুণ কাজ করেছেন, কিন্তু এখন আমাদের পণ্য-কেন্দ্রিক হওয়ার সময়। সরকার এতে সম্পূর্ণ সমর্থন দেবে।” প্রযুক্তিতে ভারতকে শীর্ষে নিয়ে যাওয়ার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আমাদের বড় স্বপ্ন দেখার প্রেরণা দিয়েছেন। আজকের সমস্যা সমাধানের পাশাপাশি ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য শীর্ষ ৫ প্রযুক্তি কোম্পানির মধ্যে থাকা।”

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে ভারতের নেতৃত্বের প্রচেষ্টার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পাঁচটি ইউনিট তৈরি হচ্ছে এবং এ বছরই ‘মেড ইন ইন্ডিয়া’ (Made in India) চিপ আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কম্পিউট পোর্টাল চালুর কথা বলে তিনি জানান, “গতকাল ১৪,০০০ জিপিইউ-এর কম্পিউট সুবিধা চালু হয়েছে। এটি গবেষক, ছাত্র ও স্টার্টআপদের জন্য উন্মুক্ত, যাতে তারা AI মডেল তৈরি করতে পারে।”

২০৪৭-এর লক্ষ্য পূরণে প্রযুক্তি উদ্দেশ্যের কথা বলতে গিয়ে তিনি জানান, তৃতীয় মেয়াদে স্বাধীন AI মডেল, সমস্যাকেন্দ্রিক ছোট মডেল, জিপিইউ উৎপাদন, স্টার্টআপ ও প্রতিভা উন্নয়নে জোর দেওয়া হবে। তিনি আশাবাদী, আগামী ১২ মাসে ভারতের নিজস্ব মৌলিক AI মডেল তৈরি হবে।